সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য়ই গুঞ্জনে সিলমোহর পড়েছে। প্রেমিক থেকে সামান্থার স্বামী হয়েছেন রাজ নিদিমরু। ঘর বেঁধেছেন দু'জনে। জীবনের নয়া ইনিংস শুরুর পর প্রথমবার প্রকাশ্যে পরিচালক। পাপারাজ্জির ক্যামেরায় ধরা দিয়ে দিলেন বিশেষ বার্তা।
আরও একবার দর্শকদের মন জয় করেছে 'ফ্যামিলি ম্যান ৩'। তার সাফল্য উদযাপনে পার্টির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানেই দেখা গিয়েছে পরিচালক রাজকে। কৃষ্ণা ডিকে এবং মনোজ বাজপেয়ীর সঙ্গে পার্টিতে দেখা গিয়েছে তাঁকে। যদিও ছিলেন না সামান্থা। সকলেই তাঁকে শুভেচ্ছা জানান। প্রত্যেককে হাসিমুখে ধন্যবাদও জানান তিনি। এছাড়া আর একটি বাক্যও খরচ করেননি পরিচালক। প্রাক্তন স্ত্রী শ্যামলীকে নিয়েও কোনও কথা বলেননি তিনি।
রাজ নিদিমরুর প্রথম স্ত্রী শ্যামলী নিজেও ফিল্মিদুনিয়ার মানুষ। সহকারী পরিচালক এবং ক্রিয়েটিভ কনসালট্যান্ট হিসেবে ‘রং দে বসন্তী’, ‘ওমকারা’, ‘এক নদীর গল্প’ নামে একাধিক ছবিতে কাজ করেছেন। এমনকী ‘ফ্যামিলি ম্যান’ পরিচালককেও নাকি বহু ছবি-সিরিজের কাস্টিংয়ে সাহায্য করেছেন তিনি। ২০১৫ সালে রাজের সঙ্গে বিয়ে করেছিলেন শ্যামলী। তবে শোনা যায়, ২০২২ সালে সামান্থার সঙ্গে বন্ধুত্ব গাঢ় হওয়াতেই প্রথম স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়ে রাজের। তারপর আইনি বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। এবার অতীত সম্পর্ক, বিয়ে-ডিভোর্স ভুলে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সামান্থা এবং রাজ। এই আবহে চর্চায় পরিচালকের প্রথম স্ত্রী শ্যামলী দে। সম্প্রতি তিনি এবিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। জানান, “কেউ যদি আমার কাছ থেকে কোনও ব্রেকিং নিউজ বা নাটকের আশা করেন, তাহলে আশাহত হবেন। এখানে ওসব পাবেন না। তাই বলছি, দয়া করে বিদেয় হোন। আমার কোনও সমবেদনা, ব্র্যান্ড প্রোমোশন কিংবা কারও দৃষ্টি আকর্ষণের প্রয়োজন নেই। তাই কারও কাছে নিজের ব্যক্তিগতজীবন বিক্রি করব না।”
এখানেই অবশ্য থামেননি শ্যামলী। তাঁর সংযোজন, “আমি বহু বিনিদ্র রজনী কাটিয়েছি। এপাশ-ওপাশ করে মনে মনে নিজের সঙ্গে বহু তর্ক করেছি। তবে অনুভব করলাম যে জীবনে যা কিছু পেয়েছি সেগুলো যদি স্বীকার না করি, তাহলে সেটা অকৃতজ্ঞ, নির্লজ্জের মতো কাজ হবে। বিগত কয়েক বছর ধরে আমি যোগধ্যান করছি। এতে যেমন শান্তি-ভালোবাসা পাওয়া যায়, তেমনই ক্ষমা করতে শেখা যায়। বিনয়ী হওয়া যায়, মনের ইচ্ছাশক্তি বাড়ে। আসলে আমার দীক্ষাগুরুর ক্যানসার ধরা পড়েছে সম্প্রতি। তাহলে বুঝতেই পারছেন আমার মনোযোগ এখন কোনদিকে? তাই আমার অনুরোধ আমাকে এসব থেকে দূরে রাখুন। সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি কামনা করছি।” প্রাক্তন স্বামী রাজের সঙ্গে সামান্থার বিয়ে নিয়ে শ্যামলীর কোনও মাথাব্যথা নেই, সেটাও সাফ জানিয়ে দেন।
