shono
Advertisement
Rakhi Sawant

'পাকিস্তানিদের আমি ভালোবাসি', পড়শি দেশের বউমা হচ্ছেন রাখি!

বিয়ে পাকিস্তানে, রিসেপশন ভারতে সেরে হানিমুনে সুইজারল্যান্ড যাবেন রাখিরা!
Published By: Biswadip DeyPosted: 06:45 PM Jan 28, 2025Updated: 06:51 PM Jan 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার বিয়ে করতে চলেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তিনি নাকি পাকিস্তানের বউমা হচ্ছেন। খোদ রাখিই এমন দাবি করেছেন।

Advertisement

ঠিক কী বলেছেন রাখি? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, ''আমাকে অনেকেই বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম, ওদেরও নজরে পড়েছিল কীভাবে আগের বিয়েগুলোর জন্য আমাকে হেনস্তা করা হয়। আমি অবশ্যই প্রস্তাবগুলির মধ্যে একটিকে বেছে নেবই। আমি পাকিস্তানিদের ভালোবাসি। এবং আমার এখানে ফ্যানও প্রচুর।''

কিন্তু কাকে বিয়ে করছেন রাখি? অভিনেত্রীর মন নাকি জিতে নিয়েছেন পাক পুলিশ অফিসার ডোডি খান। আর তা নিয়ে উচ্ছ্বসিত তিনি। বলছেন, ''বিয়ে হবে পাকিস্তানেই। ইসলামিক প্রথা মেনে। তবে রিসেপশন হবে ভারতে। আর আমরা হানিমুনে সুইজারল্যান্ড অথবা নেদারল্যান্ডসে যেতে পারি।'' বিয়ের পর দুবাইয়েই তাঁরা থিতু হবেন বলে জানাচ্ছেন রাখি।

রাখি যদি বিয়ে করেন, তাহলে এটা হবে তাঁর তৃতীয় বিয়ে। এর আগে আদিল খান দুরানি ও রীতেশ রাজ সিংকে বিয়ে করেছিলেন। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হত। পায়ুকাম পর্যন্ত করেছেন বলে অভিযোগ তাঁর। রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তাঁর একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এদিকে আদিলের আগে 'বিগ বস ১৫' চলাকালীন রীতেশকেও বিয়ে করেছিলেন রাখি। কিন্তু সেই বিয়েও টেকেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃতীয়বার বিয়ে করতে চলেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
  • তিনি নাকি পাকিস্তানের বউমা হচ্ছেন। খোদ রাখিই এমন দাবি করেছেন।
  • পাকিস্তানে বিয়ে, রিসেপশন ভারতে এবং হানিমুনে নাকি সুইজারল্যান্ড যাবেন রাখিরা।
Advertisement