shono
Advertisement

Breaking News

Ranbir Kapoor

দুভাগে মুক্তি পাবে রণবীরের 'রামায়ণ', কবে আসছে সিনেমা হলে?

যতদিন যাচ্ছে, রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবি নিয়ে ততই উৎসাহ বাড়ছে।
Published By: Akash MisraPosted: 12:44 PM Nov 06, 2024Updated: 01:02 PM Nov 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের রামায়ণ নিয়ে প্রথম থেকে শোরগোল ছিল বলিউডে। রাম অবতারে রণবীরকে কেমন লাগবে, তা দেখার জন্যই মুখিয়ে ছিলেন অনুরাগীরা। নানা সময় সেই ছবি ফাঁসও হয়েছে। তবে এবার 'রামায়ণ' নিয়ে বড় ঘোষণা মিলল ছবির টিমের তরফ থেকে। প্রযোজক সংস্থা ও ছবির পরিচালক নীতিশ তিওয়ারির পক্ষ থেকে জানানো হল, রামায়ণ মুক্তি দুভাগে। একটি মুক্তি পাবে ২০২৬ সালের দিওয়ালিতে আর দ্বিতীয়ভাগ মুক্তি পাবে ২০২৭ সালের দিওয়ালিতে। অর্থাৎ পর পর দুবছর দিওয়ালি দখলে থাকবে রণবীর কাপুরের।

Advertisement

যতদিন যাচ্ছে, রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবি নিয়ে ততই উৎসাহ বাড়ছে। সামনে আসছে নানা খবরও। এই যেমন, সূত্র বলছে, রণবীরের ‘রামায়ণ’ ছবি নাকি ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে। তথ্য অনুযায়ী, ৮৩৫ কোটি বাজেটেই নাকি তৈরি হবে ‘রামায়ণ’। তবে এখানেই শেষ নয়। বাজেট নাকি আরও বাড়তেও পারে।

তবে অন্যদিকে, শুটিং শুরু হতে না হতেই বিপাকে পড়েছিল রণবীর কাপুরের ‘রামায়ণ’। তবে  প্রথমবার নয়, এর আগেও শোনা গিয়েছিল অর্থের কারণে প্রায় বন্ধ হতে বসেছিল এই ছবির শুটিং। সেই সমস্য়া কাটিয়ে অবশ্য সম্প্রতি ‘রামায়ণ’-এর শুটিং শুরু করেছেন পরিচালক নীতিশ তিওয়ারি। এমনকী, কয়েকদিন আগে শুটিং ফ্লোর থেকে ফাঁসও হয়েছে রণবীরের ‘রাম’ অবতারের ছবিও। আর এবার খবর রামায়ণের স্বত্ত্ব নিয়ে এবার দুই প্রযোজনা সংস্থার অশান্তি। আর তার কারণেই নাকি আটকে যেতে পারে রামায়ণ ছবির শুটিং।

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ছবির অন্যতম প্রযোজনা সংস্থা মধু মন্টেনার সঙ্গে আর্থিক লেনদেনের সমস্যা নিয়ে বচসা শুরু হয় প্রাইম ফোকাস টেকনোলজিসের। সূত্র বলছে, প্রাইম ফোকাস টেকনোলজিস অনেক আগেই প্রোজেক্ট রামায়ণ নামে স্বত্ত্ব কিনে রেখেছিল। তা মন্টেনা প্রযোজনা সংস্থাকে বিক্রির সময় যে অর্থের কথা হয়, তা পায়নি বলেই খবর। অন্যদিকে, মন্টেনা প্রযোজনা সংস্থার কথায়, প্রোজেক্ট রামায়ণ একেবারেই তাদের।

এই বচসার মাঝে পড়েছেন এই ছবির সহ প্রযোজক এবং দক্ষিণী ছবির তারকা যশ। তিনি জানিয়েছেন, ”এই ছবি একেবারেই স্বপ্নের মতো। ইতিমধ্যেই ভিএফএক্সের কাজ শুরু হয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই বচসার মাঝে পড়েছেন এই ছবির সহ প্রযোজক এবং দক্ষিণী ছবির তারকা যশ।
  • ইতিমধ্যেই ভিএফএক্সের কাজ শুরু হয়েছে।”
Advertisement