সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই ছেলের নাম তৈমুর আলি খান, জাহাঙ্গির আলি খান রেখে ঠিক যেমন বিতর্কে জড়িয়েছিলেন সইফ-করিনা। এবার রণবীর-দীপিকার (Deepika Padukone, Ranveer Singh) কন্যাসন্তানের নাম নিয়েও নেটপাড়ায় বিতর্কের ঝড়! দিওয়ালির শুভক্ষণে মেয়ের নাম প্রকাশ্যে আনেন বলিউডের তারকাদম্পতি। দুয়া পাড়ুকোন সিং। দীপিকার কোলে মিষ্টি তুলতুলে পায়ের ছবি দেখে নেটপাড়ার একাংশ যেভাবে আদরে, প্রশংসায় ভরিয়েছিলেন, তেমন আরেকাংশ আবার উর্দু ভাষী নামের জেরে রণবীর-দীপিকাকে মারাত্মক আক্রমণ করা শুরু করেছে।
নিন্দুকদের দাবি, "মা-বাবা দুজনে হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও কেন কন্যাসন্তানের নাম 'দুয়া' রেখেছেন?" কারও মন্তব্য, "আপনারা তো হিন্দি ভাষায় এই শব্দের যা অর্থ- 'প্রার্থনা'ও নাম রাখতে পারতেন!" দীপাবলির রাতেই সোশাল মিডিয়ায় মেয়ের ছোট্ট দুটি লক্ষ্মীমন্ত পায়ের ছবি শেয়ার করে, রণবীর-দীপিকা যৌথভাবে জানান, এই কন্যাসন্তান তাঁদের প্রার্থনার ফল। আনন্দ আর খুশিতে তাঁদের জীবন ভরিয়ে দিয়েছে সে। সেইজন্যই মেয়ের নাম সাধ করে দুয়া পাড়ুকোন সিং রেখেছেন তাঁরা। বর্তমানে তারকাদম্পতির নির্বাচিত সেই নাম নিয়ে নেটপাড়ায় বিতর্কের ঝড়।
কোনওরকম রেয়াত না করেই রণবীর-দীপিকাকে কটাক্ষ করে নেটপাড়ার একাংশ লিখেছেন, "এত মুসলিম প্রীতি কীসের?" আবার কারও মন্তব্য, "কোনও হিন্দু নাম পেলেন না মেয়ের জন্য?" কেউ বা আবার লিখেছেন, "দুয়ার পরিবর্তে প্রার্থনাও নামকরণ করতে পারতেন আপনারা।" একাংশ আবার বলিউডের এই অভ্যেসকেই দুষেছেন। তাঁদের কথায়, "বলিউড জেনেশুনে এহেন কাজ করে। সবসময়ে সনাতন ধর্মকে আঘাত করা এঁদের অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে।" আবার রণবীর-দীপিকাকে কারও উপদেশ, "হিন্দু কোনও দেবীর নামও বেছে নিতে পারতেন মেয়ের জন্যে।" তবে রণবীর-দীপিকার অনুরাগীদের 'দুয়া' নামটি বেশ পছন্দ হয়েছে। তাঁরা অবশ্য এই অযথা বিতর্কের নেপথ্যে কোনও কারণ খুঁজে পাননি।
গত ৮ সেপ্টেম্বর ফুটফুটে রাজকন্যার জন্ম দিয়েছেন বলিউড 'মস্তানি'। গণপতি উৎসবের আবহে সংসারে মা লক্ষ্মীর আগমনে বেজায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন 'সুপারস্টার' মা-বাবা। দীপবীরের সংসারে 'লক্ষ্মী' আসার খবরে অনুরাগীরা তো বটেই ইন্ডাস্ট্রির সহকর্মীরাও ততোধিক উচ্ছসিত। আর এবার দিপাবলীর রাতে কন্যাসন্তানের নাম প্রকাশ্যে এনে বিতর্কে জড়ালেন রণবীর-দীপিকা। যদিও ট্রোলের মুখে পড়ে তারকাদম্পতি কোনওরকম প্রতিক্রিয়া দেননি এখনও পর্যন্ত।