shono
Advertisement
Rani Mukerji

কপালজুড়ে তিলক, সাদা পোশাকে মধ্যরাতে অনিল কাপুরের বাড়ি ছুটলেন রানি মুখোপাধ্যায়, কেন?

সামনেই 'মর্দানি ৩'র শুটিং। তার প্রাক্কালেই মহাচমক রানির!
Published By: Sandipta BhanjaPosted: 02:24 PM Feb 27, 2025Updated: 02:24 PM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিবানী শিবাজি অবতারে বড়পর্দা কাঁপাতে চলেছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। 'মর্দানি'র তৃতীয় ফ্র্যাঞ্চাইজির শুটিং আসন্ন। তার প্রাক্কালেই বুধবার মধ্যরাতে রানিকে দেখা গেল একেবারে অন্য অবতারে। কপালজুড়ে চন্দনের তিলক। সিঁদুরে টিপ। পরনে সাদা পোশাক। অনিল কাপুরের বাড়ির সামনে অভিনেত্রীকে এহেন বেশে দেখে ক্য়ামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটোশিকারিরা।

Advertisement

বুধবার অনিলের (Anil Kapoor) বাড়িতে মহাশিবরাত্রি (Maha Shivratri 2025) উদযাপনের আয়োজন করেছিলেন তাঁর স্ত্রী সুনীতা কাপুর। বছরে দু বার বলিউড নায়িকাদের নিয়ে নিজের বাসভবনে ধর্মকর্মের আয়োজন করেন সুনীতা। করবা চৌথ এবং শিবরাত্রি মহাধুমধাম করে পালিত হয় অনিল কাপুরের বাড়িতে। আর সেই জন্যই বুধ রাতে 'নায়ক' সহ-অভিনেতার বাড়িতে গিয়েছিলেন রানি। শিবরাত্রির দিন একেবারে শিবভক্ত বেশেই ধরা দিলেন অভিনেত্রী। রানির পাশাপাশি দেখা গেল শিল্পা শেট্টি, উর্মিলা মাতন্ডকরকেও। সকলে একসঙ্গে মহাদেবের আরাধনায় মেতে উঠেছিলেন অনিলের বাড়িতে। সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে তাঁদের শিবরাত্রি পালনের। তবে নজর কাড়ল রানির লুক। বলিউড নায়িকা বরাবরই ঈশ্বরভক্ত। মুখার্জি বাড়ির দুর্গাপুজোয় নিজে হাতে আয়োজন করেন। ভোগ বিতরণ করেন। শিবরাত্রিতেও তার অন্যথা হল না। অনিলপত্নীর ডাকে ছুটে গেলেন তাঁদের মুম্বইয়ের বাসভবনে।

উল্লেখ্য, এদিকে বৃহস্পতিবার সকালেই জানা গেল, আগামী জুন মাসে 'মর্দানি ৩' (Mardaani 3) ছবির শুটিং শুরু করতে চলেছেন রানি মুখোপাধ্যায়। পর্দায় তাঁর দাপুটে মহিলা পুলিশ অফিসারের চরিত্র শিবানি শিবাজি এযাবৎকাল বহু প্রশংসা কুড়িয়েছে। এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজির পালা। বলিউড মাধ্যম সূত্রে খবর, নির্মাতারা বর্তমানে জোরকদমে প্রি প্রোডাকশনের কাজ চালাচ্ছেন। অডিশন চলছে অন্যান্য চরিত্রগুলোর জন্য চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া প্রস্তুত। ঘষা-মাজা শুধু বাকি। জানা গেল, দিল্লি, মুম্বই ছাড়াও উত্তর-পূর্ব ভারতের একাধিক লোকেশনে 'মর্দানি ৩' ছবির শুটিং করবেন রানি মুখোপাধ্যায়। এর আগে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, "দেশের সমস্ত মহিলা পুলিশদের সম্মান জানাতেই শিবাজি শিবানির প্রত্যাবর্তন ঘটতে চলেছে।" এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজির গল্পে কোন চমক থাকে? সেদিকে নজর থাকবে দর্শক-অনুরাগীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার মধ্যরাতে রানিকে দেখা গেল একেবারে অন্য অবতারে। কপালজুড়ে চন্দনের তিলক। সিঁদুরে টিপ। পরনে সাদা পোশাক।
  • শিবরাত্রির দিন একেবারে শিবভক্ত বেশেই ধরা দিলেন অভিনেত্রী।
  • আগামী জুন মাসে 'মর্দানি ৩' ছবির শুটিং শুরু করতে চলেছেন রানি মুখোপাধ্যায়।
Advertisement