shono
Advertisement

Breaking News

Revanth Reddy Allu Arjun

আল্লুকে 'অমানুষ' কটাক্ষ করেও বাড়ি ভাঙচুরের ঘটনায় সরব মুখ্যমন্ত্রী রেবন্ত

'কোনও ঢিলেমি বরদাস্ত করব না', রাজ্য পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ রেবন্ত রেড্ডির।
Published By: Sandipta BhanjaPosted: 10:31 AM Dec 23, 2024Updated: 10:31 AM Dec 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারের ঘটনায় সুপারস্টার আল্লু অর্জুনকে 'অমানুষ' বলে কটাক্ষ করেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। তিনি দাবি করেছিলেন, পুলিশের অনুমতি ছাড়াই 'পুষ্পা ২'র প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন (Allu Arjun)। পদপিষ্টের ঘটনার পরও তিনি প্রেক্ষাগৃহ থেকে বেরতে চাইছিলেন না। আর মহিলা ভক্তের মৃত্যুর খবর জানার পরও হল থেকে বেরনোর সময়ে হাসিমুখে ভক্তদের উদ্দেশে অভিবাদন জানিয়েছেন। রেবন্ত প্রশ্ন ছুঁড়েছিলেন, "কীরকম ধরণের মানুষ আপনি?" এবার তিনিই দক্ষিণী সুপারস্টারের বাড়িতে হামলার ঘটনায় সরব।

Advertisement

রবিবার বিকেলে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। কেউ বাড়ির পাঁচিলের উপর উঠে ঢিল ছুঁড়ছেন ভিতরে। একদল আল্লুর কুশপুতুল পোড়াচ্ছেন। সেই ভয়ানক পরিস্থিতির দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল। ঘটনার পর এদিন রাতেই মুখ্যমন্ত্রী রেবন্ত ঘটনার তীব্র নিন্দা করে এক্স হ্য়ান্ডেলে লেখেন, "অভিনেতার বাড়িতে হামলার ঘটনার তীব্র বিরোধিতা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশের ডিজি এবং শহরের পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না।" তবে তার দিন কয়েক আগেই অন্তর্বর্তীকালীন জামিনে আল্লু ছাড়া পাওয়ার পর দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তারকারা যখন একে একে জুবিলি হিলসের বাড়িতে ভিড় জমিয়েছিলেন, তখন তার তীব্র নিন্দা করে রেবন্ত রেড্ডি বলেছিলেন, "আপনাদের আল্লুকে দেখতে যাওয়ার সময় রয়েছে, কিন্তু যে ছেলেটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তার খোঁজ নেননি। সুপারস্টারদের কাছে তীব্র অনুরোধ করছি এতটা অমানুষ হবেন না আপনারা।"

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এও বলেন যে, "ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা অসংবেদনশীন হয়েও সরকারের কাছ থেকে সুবিধে নিতে পারেন, কিন্তু এহেন অপ্রীতিকর ঘটনার জন্য কাউকে ছেডে কথা বলা হবে না। যে বা যাঁরা আমজনতার অসুবিধের কারণ হবেন, তাঁদের কাউকে রেয়াত করবে না সরকার।" এদিকে শনিবার দিনই সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনা নিয়ে সরগরম হয়েছিল তেলেঙ্গানার বিধানসভা। নাম না করেই সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, পদপিষ্ট মহিলার মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, 'এবার সিনেমা হিট।' সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে আকবরউদ্দিনের ভিডিও শেয়ার করা হয়। সেখানে তেলেঙ্গানার বিধায়ককে বলতে শোনা যায়, "আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না। কিন্তু আমার খবর অনুযায়ী, যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। দুটি শিশু পড়ে গিয়েছে, একজন মহিলার মৃত্যু হয়েছে, তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি গোটা সিনেমা দেখেন ও যেতে যেতে ভিড়ের দিকে হাত নেড়ে অভিবাদন জানান। এর পর আবার তিনি বার্তা দিচ্ছেন যে সরকার জুলুম করছে… তিনি তো গিয়ে আহতদের খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করেননি।" তাঁর মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার আল্লু অর্জুনের বাড়ির সামনে পাথর ছুঁড়ে হামলা। আর সেই ঘটনার তীব্র নিন্দা করেই রাজ্য পুলিশকে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন রেবন্ত রেড্ডি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারের ঘটনায় সুপারস্টার আল্লু অর্জুনকে 'অমানুষ' বলে কটাক্ষ করেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি
  • এবার তিনিই দক্ষিণী সুপারস্টারের বাড়িতে হামলার ঘটনায় সরব।
Advertisement