shono
Advertisement
Bhaggyolokkhi Trailer

স্যুটকেস বন্দি দেহ! লাশ কাটার ফন্দি-ফিকির, 'ভাগ্যলক্ষ্মী'র হাড়হিম করা ঝলক

থ্রিলারপ্রেমীরা না দেখলেই মিস!
Published By: Sandipta BhanjaPosted: 03:38 PM Dec 29, 2024Updated: 03:39 PM Dec 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপরাধের জাঁতাকলে জড়িয়ে এক রাতেই ওলট-পালট সাদামাটা দম্পতির জীবন। সত্য-কাবেরীর জীবন যখন অর্থাভাবে জর্জরিত, তখন আচমকাই একদিন স্যুটকেস বন্দি টাকায় 'ভাগ্যলক্ষ্মী' তাদের উপর প্রসন্ন হয়! কিন্তু তার সঙ্গেই তাদের জীবনে নেমে আসে চরম বিপদ। টাকার বদলে স্যুটকেস বন্দি হয় বডি। কীভাবে লাশ কাটতে হয়? চলে সেই খোঁজ। হাড়হিম করা ট্রেলারেই কৌতূহলের পারদ চড়িয়েছে ঋত্বিক চক্রবর্তী এবং শোলাঙ্কির (Ritwick Chakraborty, Solanki Roy) 'ভাগ্যলক্ষ্মী' (Bhaggyolokkhi Trailer)।

Advertisement

সম্পর্ক, প্রেম-বন্ধুত্ব, পারিবারিক ঘরানার বাইরে বেরিয়ে ক্রাইম থ্রিলার 'ভাগ্যলক্ষ্মী'র ঝলকে চমক দিলেন পরিচালক মৈনাক ভৌমিক। ছবিতে ঋত্বিকের চরিত্রের নাম সত্য। শোলাঙ্কি অভিনয় করেছেন তাঁর স্ত্রী কাবেরীর ভূমিকায়। আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই সত্য ও কাবেরীর সংসার। একমাত্র ছেলেকে তাঁরা দিল্লি পাঠিয়েছে পড়াশোনার জন্য। তার পর টানাপোড়েনের সাংসারিক জীবন। এই একঘেয়ে জীবনে ঝড় আসে সায়নের আগমনে। সত্যর স্কুলজীবনের বন্ধু সায়ন তাঁদের বাড়িতে আসে। আচমকাই তার মৃত্যু হয়। অতিরিক্ত মাদক সেবনের ফলেই এই মৃত্যু। কিন্তু সত্যর বাড়িতে? তাও আবার ব্যাগভর্তি টাকা রেখে? সত্য-কাবেরীর জীবন এক মুহূর্তে পালটে যায়। সেই অপরাধ লুকোতে বাড়িতেই লাশ কেটে স্যুটকেস বন্দি করে তারা। তারপর?

সত্য-কাবেরী কি মাদকচক্রের এই ফাঁস থেকে বেরিয়ে আসতে পারবে? উত্তর মিলবে আগামী বছরের ১০ জানুয়ারি। সেদিনই সিনেমা হলে মুক্তি পাচ্ছে 'ভাগ্যলক্ষ্মী'। ঋত্বিক-শোলাঙ্কি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়। ইতিমধ্যেই টিজার, ট্রেলার সাড়া ফেলে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাড়হিম করা ট্রেলারেই কৌতূহলের পারদ চড়িয়েছে ঋত্বিক চক্রবর্তী এবং শোলাঙ্কির 'ভাগ্যলক্ষ্মী'।
  • প্রেম-বন্ধুত্ব, পারিবারিক ঘরানার বাইরে বেরিয়ে ক্রাইম থ্রিলার 'ভাগ্যলক্ষ্মী'র ঝলকে চমক দিলেন পরিচালক মৈনাক ভৌমিক।
  • ১০ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে 'ভাগ্যলক্ষ্মী'।
Advertisement