shono
Advertisement
Ranbir Kapoor

আরও রক্ত ঝরাবে 'অ্যানিম্যাল ২'! সিক্যুয়েল নিয়ে হুঁশিয়ারি সন্দীপ রেড্ডি ভাঙ্গার

কী বললেন 'অ্যানিম্যাল' পরিচালক?
Posted: 03:28 PM Apr 20, 2024Updated: 03:32 PM Apr 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তাক্ত, উগ্র পৌরুষ! রণবীর কাপুরের 'অ্য়ানিম্যাল' ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে লক্ষ্মীলাভ হলেও, অতিরিক্ত ভায়োলেন্স দেখিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তবে এসব সমালোচনাকে একেবারেই ভ্রুক্ষেপ না করে 'অ্য়ানিম্যাল ২' নিয়ে ভয়ঙ্কর বার্তা দিলেন সন্দীপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাঙ্গা জানালেন, ''অ্যানিম্যাল তো কিছুই নয়। অপেক্ষা করুন। 'অ্যানিম্য়াল ২' আরও ক্ষতরনাক হতে চলেছে। এই ছবিতে আরও রক্ত ঝরবে।''

Advertisement

‘অ্যানিম্যাল’ ছবি ব্লকবাস্টার হওয়ার পর থেকেই এই ছবির সিক্যুয়েল নিয়ে আগ্রহ তুঙ্গে। ‘অ্যানিম্যাল’ ছবি থেকেও ‘অ্যানিম্যাল পার্ক’ যে আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে, তার ইঙ্গিত ছিল প্রথম থেকেই। এমনকী, খবর এসেছিল এই ছবিতে নাকি রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকেও।

[আরও পড়ুন: ‘বহুবার গর্ভপাত, মানসিক যন্ত্রণায় ভুগেছিলাম’, আমির কি পাশে ছিলেন? মনের কথা শোনালেন কিরণ রাও]

এই ছবিতে রণবীর বনাম রণবীর লড়াই। একজন নায়ক, আরেকজন খলনায়ক। সূত্র বলছে, ছবিতে নায়ক রণবীরের বিপরীতে রশ্মিকা যেমনটি আছেন, তেমনটিই থাকবেন। তবে এন্ট্রি নেবেন নতুন নায়িকা মালবিকা মোহন। যাকে নাকি দেখা যাবে খলনায়ক রণবীরের বিপরীতে। অর্থাৎ খলচরিত্রে অভিনয় করার কথাই তাঁর। আর এবার ‘অ্যানিম্যাল ২’-এর গল্পে জুড়ল নতুন খলনায়ক ভিকি কৌশলের নাম। সূত্রের খবর, ২০২৬ সাল থেকেই শুটিং শুরু করবেন ভিকি ও রণবীর।

[আরও পড়ুন: ডিপফেক ভিডিওর পাল্লায় পড়ে নাজেহাল রণবীর সিং, বাধ্য হয়ে মুখ খুললেন অভিনেতা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই ছবিতে রণবীর বনাম রণবীর লড়াই।
  • খবর এসেছিল এই ছবিতে নাকি রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকেও।
Advertisement