shono
Advertisement
Sanjay Chakraborty Arrested

'আর কবে জাগবেন?' পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাইয়ের গ্রেপ্তারি নিয়ে অরিজিৎ, শ্রেয়াদের প্রশ্ন কুণালের

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয়।
Published By: Akash MisraPosted: 11:36 AM Nov 14, 2024Updated: 12:25 PM Nov 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গানের স্কুলেই নাবালিকাকে যৌন নির্যাতন! বিস্ফোরক অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী। সম্পর্কে তিনি গায়ক পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই। মুম্বই থেকে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করেন দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানার আধিকারিকরা। এবার শিল্পী সঞ্জয় চক্রবর্তীর গ্রেপ্তারি (Sanjay Chakraborty Arrested) নিয়ে সোশাল মিডিয়ায় মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর জি কর কাণ্ডে অরিজিতের গাওয়া গান 'আর কবে?' ইঙ্গিত করে মুম্বইয়ে থাকা বাঙালি শিল্পীদের দিকে প্রশ্ন ছুড়লেন কুণাল ঘোষ।

Advertisement

এক্স প্রোফাইলে কুণাল ঘোষ লিখলেন, ''পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী কে মুম্বাইতে আরেক গায়ক এর ফ্ল্যাট থেকে গ্রেফতার। ঘটনাটি চারু মার্কেট থানা এলাকার। পালিয়ে মুম্বাইতে ছিলেন।
নাবালিকা কে গান শেখানোর নাম করে শারীরিক নির্যাতন এর অভিযোগ। 18 তারিখ অব্দি পুলিশ হেফাজত । মুম্বাই থেকে অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া, সকলেই আশা করি বাংলার মুখ উজ্জ্বল করা এই ঘটনাটি নিয়ে বিবৃতি দেবেন এবং একটি করে গান শোনাবেন। অরিজিৎ... আর কবে...মুম্বাই কিংবা হিন্দি বলয়ের কুকর্ম নিয়ে গান হবে...আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী? বাংলায় কিছু ঘটলে জাগেন, আপনাদের কর্মক্ষেত্রের সর্বভারতীয় জগতে হলে ঘুমান। জাগবেন???? আর কবে????''

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারু মার্কেট এলাকায় একটি গানের স্কুলে গান শেখাতেন সঞ্জয় চক্রবর্তী। এখানেই আসত অভিযোগকারিণী এক নাবালিকা কিশোরী। পুজোর আগেই ওই নাবালিকার অভিভাবকরা চারু মার্কেট থানায় অভিযোগ জানান যে, সঙ্গীত শেখানোর নামে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই ওই নাবালিকার যৌন হেনস্থা করেন সঞ্জয় চক্রবর্তী। পুলিশের সূত্র জানিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পরই সঞ্জয় মুম্বইয়ে চলে যান। সেখানে তাঁর পরিচিত কয়েকজন গায়ক-গায়িকার বাড়িতেই থাকতে শুরু করেন।

মুম্বইয়ে থাকাকালীন তিনি হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানান। কিন্তু ওই আবেদন খারিজ করেন আদালত। যদিও অভিযুক্ত ওই শিল্পী কলকাতায় আসছিলেন না। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সেই কারণেই চারু মার্কেট থানার একটি টিম মুম্বইয়ে হানা দেয়। তাঁর পরিচিত এক সঙ্গীতশিল্পীর বাড়ির কাছ থেকেই সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement