shono
Advertisement

Breaking News

Lahoma bhattacharya

শুটিং ফ্লোরে দুর্ঘটনা, হাসপাতালে লহমা, কী হয়েছে অভিনেত্রীর?

হাসপাতাল থেকে ছবি পোস্ট করলেন লহমা।
Published By: Akash MisraPosted: 01:35 PM Nov 14, 2024Updated: 01:35 PM Nov 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে টলিউড অভিনেত্রী লহমা ভট্টাচার্য। হাসপাতালের বিছানায় শুয়েই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছে, স্য়ালাইন চলছে। এই ছবি পোস্ট করে লহমা লিখেছেন, ''শুটিংয়ের দিনটা অন্যভাবে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ঘটল অন্যরকম। দুর্ঘটনা তো ঘটতেই পারে। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। তবে আমাকে শক্ত থাকতে হবে।''

Advertisement

কী হয়েছে লহমার?

গত মঙ্গলবার প্রতীম ডি গুপ্তার চালচিত্র ছবির একটি গানের শুটিং চলছিল। টোটা রায়চৌধুরী ও শান্তনু মাহেশ্বরীর সঙ্গে এই শুটিংয়ে ছিলেন লহমাও। হঠাৎ করেই নাচতে গিয়ে পায়ের নখ আঙুলের মাংসের মধ্যে ঢুকে যায়। পরে অস্ত্রোপচার করা হয় তাঁর। লহমা জানিয়েছেন, এখন তিনি একেবারে সুস্থ। বৃহস্পতিবারই তাঁকে ছেড়ে দেওয়া হবে।

জিতের রাবণ ছবি থেকেই টলিউডে পা রাখেন লহমা। এর পর পরমব্রত ও আবিরের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে বিয়ে বিভ্রাট ছবিতে। প্রথম ছবি থেকেই টলিপাড়ার নজর কেড়েছেন লহমা।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম ছবি থেকেই টলিপাড়ার নজর কেড়েছেন লহমা।
  • গত মঙ্গলবার প্রতীম ডি গুপ্তার চালচিত্র ছবির একটি গানের শুটিং চলছিল।
Advertisement