সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাত। দেশজুড়ে দিওয়ালি পালনের ধুমধাম। এর মধ্যেই মুম্বইয়ে একটি বাড়ির সামনে জনজোয়ার। হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন একজনকে দেখবেন বলে। সময়মতো তিনি এলেন। এবং আবারও জয় করলেন সেই হৃদয়গুলি, যা তিনি জিতে এসেছেন এতগুলি বছর ধরে। তিনি শাহরুখ খান। বলিউডের অপ্রতিরোধ্য বাদশাহ। ৫৯ বছরে পা রাখলেন এদিন। অন্য বছরের মতো যা এক বার্ষিক ইভেন্ট হয়ে গিয়েছে শাহরুখ-ভক্তদের কাছে। অন্যবারের মতো এবারও উপচে পড়া ভিড়ের অপেক্ষা সার্থক হল। মধ্যরাতেই অনুগামীদের আবদার মেটাতে মন্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল কিং খানকে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা অবশ্য যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
চিরকাল শাহরুখ খান আর এনার্জি, এই দুটি শব্দ পাশাপাশিই বসেছে। কিন্তু একটা কথা আছে 'দেহ পট সনে নট সকলই হারায়'। কিন্তু ভারতীয় জনমানসে এই বক্তব্যটির অসাড়তা প্রমাণ করে ছেড়েছেন শাহরুখ। সিনিয়র সিটিজেন হওয়া থেকে একধাপ দূরে দাঁড়িয়েও শাহরুখের শরীরী ভাষা আজও একই রকম। যে ভাষা আবারও পড়ার আকাঙ্ক্ষাতেই অন্যান্য বছরের মতো এদিন মন্নতের সামনে বিপুল জনজোয়ার। শাহরুখ জালে ঘেরা ছাদে দাঁড়িয়ে সেই ভিড়ের উদ্দেশে ছুড়ে দিলেন চুমু। হাত নাড়লেন। আর অনুগামীরা উল্লাসে ফেটে পড়লেন। মোবাইলের আলোর ঝলকে যেন প্রিয় নায়কের জন্য় জ্বেলে দিলেন জন্মদিনের মোমবাতি!
জানা যাচ্ছে, এদিন নাকি শাহরুখের জন্মদিন উপলক্ষে গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে। শাহরুখ জায়া গৌরীই সেই আয়োজনের পুরোভাগে। প্রায় আড়াইশো হাই প্রোফাইল অতিথি হাজির হবেন মন্নতে। আলোর জৌলুসে বাদশাহি আয়োজন। কিন্তু সেই পার্টি কেবল মন্নতেই হবে না। দেশজুড়েই প্রিয় নায়কের জন্মদিন পালিত হবে। যেমনটা হয়ে থাকে প্রতি বছর।
শাহরুখের জন্য গত বছরটা ছিল স্পেশ্যাল। ২০২২ সাল পর্যন্ত শোনা যাচ্ছিল, তিনি নাকি ফুরিয়ে গিয়েছেন। কিন্তু ২০২৩ সালে 'পাঠান' ও 'জওয়ান' দুটি ছবিই হাজার কোটির গণ্ডি পেরিয়েছে। 'মাসি' অবতারের পাশাপাশি 'ডাঙ্কি' ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রদর্শনীও করেছেন শাহরুখ। এবছর কোনও ছবি রিলিজ না করেও পর পর আসা সেই সাফল্যের মৌতাতে এখনও মজে রয়েছেন বাদশাহর অনুগামীরা। তবে একথাও সত্যি, উপর্যুপরি ফ্লপের সময়ও ভক্তরা মন্নতের সামনে ভিড় জমানো থামাননি। অপেক্ষায় থেকেছেন কখন একবার তিনি এসে দাঁড়াবেন। আর সিগনেচার পোজে প্রসারিত দুই হাতে ছড়িয়ে দেবেন তারকার দ্যুতি। যে দৃশ্য শুক্রবাসরীয় গভীর রাতেও দেখার জন্য অগুনতি কালো মাথা জমা হয়েছিল মন্নতের সামনে। রাজার দিনকাল যেমনই যাক, তিনি রাজাই থেকে যান। শাহরুখও বদলাননি। নায়কের শরীরের বয়স বাড়তে পারে। ইমেজের বয়স বাড়ে না। তাই কমে না তাঁকে ঘিরে উন্মাদনাও। সেকথাই যেন নতুন করে প্রমাণ করল মধ্যরাতের মন্নত।