shono
Advertisement

Breaking News

Ritabhari Chakraborty

শাহরুখের 'জওয়ান' ছবির সংলাপ লেখকের সঙ্গে প্রেম? সম্পর্কে সিলমোহর ঋতাভরীর!

দিওয়ালি উপলক্ষে একফ্রেমে কার সঙ্গে অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 06:35 PM Nov 01, 2024Updated: 07:12 PM Nov 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে প্রেমে পড়েছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। দিন কয়েক আগে নিজেই বহুরূপী ছবির এক অনুষ্ঠানে নিজমুখে সেকথা স্বীকার করে নিয়েছিলেন তিনি। কিন্তু কে সেই মনের মানুষ? তাঁর নাম প্রকাশ্যে আনেননি। এদিকে মনোবিদ চিকিৎসক তথাগতর সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জন শোনা গিয়েছিল গত বছরই। সেখান থেকেই জল্পনার সূত্রপাত যে, ঋতাভরীর নতুন প্রেমিক কে? দীপাবলির পোস্টেই কি সেই রহস্য ফাঁস করলেন অভিনেত্রী?

Advertisement

দিওয়ালি উপলক্ষে যাঁর সঙ্গে ছবি পোস্ট করেছেন ঋতাভরী, তিনি শাহরুখ খান ঘনিষ্ঠ বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার। 'জওয়ান' সিনেমার জন্য সংলাপ লিখেও বহুল প্রশংসিত হওয়ার পাশাপাশি পুরস্কারও জিতেছেন। সুমিত অরোরা। শুক্রবার সোশাল মিডিয়ায় সুমিতের পাশে বসা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, সুমিত অরোরার সঙ্গে কিন্তু 'জওয়ান'-এর একটি প্রোমোর জন্য কোলাব করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। সেইসময়ে নাকি অভিনেত্রীর লেখনীর প্রশংসা করেছিলেন খোদ বলিউড বাদশা। 'জওয়ান' ছবির সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে মাথা খাটিয়ে প্রোমোর জন্য কেতাদুরস্ত ডায়লগ সাজিয়েছিলেন ঋতাভরী। তার সঙ্গেই এবার ছবি দিলেন অভিনেত্রী। যেখানে সুমিত অরোরার সঙ্গে তাঁকে দীপাবলি উদযাপন করতে দেখা গেল একান্তভাবে। তবে ক্যাপশনে বিশেষ কিছু লেখেননি তিনি।

প্রসঙ্গত, সুমিত অরোরা দ্য ফ্যামিলি ম্যান-এর সংলাপও লিখেছেন। ২০২৩ সাল থেকেই সুমিতের প্রায় সব ছবিতে মিষ্টি মন্তব্যে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনও 'বেবি' বলে সম্বোধন করেছেন কখনও আবার লিখেছেন, 'তুমিই আমার হিরো।' সোশাল মিডিয়ায় ছবি দিতেই কৌতূহলের ভিড়- তাহলে কি অভিনেত্রী সুমিতের সঙ্গেই প্রেমের কথা বলেছিলেন সেদিন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিওয়ালি উপলক্ষে যাঁর সঙ্গে ছবি পোস্ট করেছেন ঋতাভরী, তিনি শাহরুখ খান ঘনিষ্ঠ বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার।
  • 'জওয়ান' সিনেমার জন্য সংলাপ লিখেও বহুল প্রশংসিত হওয়ার পাশাপাশি পুরস্কারও জিতেছেন। সুমিত অরোরা।
  • শুক্রবার সোশাল মিডিয়ায় সুমিতের পাশে বসা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
Advertisement