সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ''তোমার বাবার রাজত্ব নাকি?'' রেগে গিয়ে প্রশ্ন করলেন শাহরুখ খান। উলটো দিকে ক্যামেরা নিয়ে বসে থাকা পুত্র আরিয়ান এবার ক্যামেরা থেকে চোখ সরিয়ে ছোট্ট উত্তর দিলেন, ''হ্যাঁ।'' নেটিজেনদের চর্চায় দুজনের এই কথোপকথনের মুহূর্ত। আসলে এটাই আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজের প্রোমো। আর সেই প্রোমোতে বাবা-ছেলের যুগলবন্দি মন জিতল নেট ভুবনের।
বলাই বাহুল্য শাহরুখের ওই রাগ নিছকই অভিনয়। আসলে ২ মিনিট ১০ সেকেন্ডের প্রোমোতে গোড়া থেকেই দেখা যায় শাহরুখ সংলাপ বলছেন, ''পিকচার তোসালো সে বাকি হ্যায়। পর শো তো আব শুরু হোগা।'' কিন্তু যেভাবেই বলুন তা যেন পছন্দই হচ্ছে না পরিচালক আরিয়ানের। বারবার চেষ্টা করেও ছেলের মন জিততে না পেরে শাহরুখ বলে ওঠেন, ''তোমার বাবার রাজত্ব নাকি?'' তারপরই আরিয়ানের জবাবের টাইমিং মন জিতেছে নেটিজেনদের।
৬ পর্বের সিরিজের নামটিও এই প্রোমোতেই প্রকাশ করেছেন 'কিং'। ‘দ্য বা**ডস অব বলিউড’। যা প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। মাদক কাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন। আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখকে। এবারটাও আরিয়ান পাশে পেলেন তাঁকে।
শাহরুখের মতো অভিনয় করবেন নাকি অন্য কোনও কেরিয়ার বাছবেন আরিয়ান? তা নিয়ে জল্পনা অনেক আগে থেকেই ছিল বলিউডে। তবে শাহরুখপুত্র আরিয়ান কখনই খোলসা করেননি আসলে কী করবেন তিনি। কিন্তু মাঝেমধ্যেই খবরে আসত, আরিয়ান নাকি অভিনয়ের থেকে সিনেমা পরিচালনাতেই বেশি মন দিতে চান। তার মাঝেই টুক করে মদের কোম্পানি ও পোশাকের ব্র্যান্ড খুলে ফেললেন আরিয়ান। তার পরেই খবরে আসে তিনি সিরিজ পরিচালনা করছেন। এবার প্রোমো মুক্তির মধ্যে দিয়েই সেই সিরিজ ঘিরে আগ্রহ তুঙ্গে উঠল।
