shono
Advertisement
Don 3

'ডন থ্রি'তে রণবীরের সঙ্গিনী কে? এই নায়িকার নামে পড়ল সিলমোহর

'ডন থ্রি'র নায়িকার নাম নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই।
Published By: Manasi NathPosted: 07:11 PM Apr 15, 2025Updated: 07:11 PM Apr 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ডন' ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি 'ডন থ্রি' নিয়ে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহের পারদ চড়ছে। ছবিতে নায়কের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে 'ডন থ্রি'। ছবির নায়িকার নাম নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অনেকের নামও শোনা যাচ্ছিল। তবে এবার সিলমোহর পড়ল একটি নামে। 

Advertisement

জানা যাচ্ছে, শর্বরী ওয়াঘকে দেখা যাবে 'ডন থ্রি'তে। সূত্রের খবর, শর্বরীর কাছে 'ডন থ্রি'র প্রস্তাব পাঠায় প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট। ছবির প্রস্তাব গ্রহণ করেছেন অভিনেত্রী। প্রযোজনা সংস্থার তরফে এই খবরে সিলমোহরও দেওয়া হয়েছে। 'মুনিয়া' ও 'আলফার' পর এবার 'ডন' ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ল শর্বরীর নাম। 

গতবছর থেকে সময়টা এককথায় দারুণ যাচ্ছে বলি অভিনেত্রী শর্বরীর। শুধু 'মুনিয়া'র বক্স অফিস সাফল্যই নয়, ছবিতে 'তরস' গানে শর্বরীর হট সিজলিং অবতার দর্শকদের মনে ঝড় তুলেছিল। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'মহারাজ' কিংবা সাম্প্রতিক ছবি 'বেদা'য় শর্বরীর অভিনয় প্রশংসিত হয়েছে। এই তিনটে ছবি বলিপাড়ায় পরিচিতি দিয়েছে শর্বরীকে। ২০২৫-এ মুক্তি পাবে তাঁর আরও একটি নতুন ছবি 'আলফা'। অ্যাকশন ঘরানার এই ছবিতে তিনি আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এবার আরও বড় চমক নিয়ে পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী। 'ডন ৩' ছবিতে তাঁর অভিনয় করার কথা প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়েছেন অভিনেত্রীকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ডন' ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি 'ডন থ্রি' নিয়ে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহের পারদ চড়ছে।
  • ছবির নায়িকার নাম নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে।
  • শর্বরী অভিনয় করবেন 'ডন থ্রি' ছবিতে।
Advertisement