shono
Advertisement
Shefali Jariwala Death

'আপনারা মানুষ?', হাসপাতালে ভিডিও তোলার তাড়াহুড়ো দেখে পাপারাজ্জিদের উপর বেজায় চটলেন অভিনেত্রীর ভক্তরা

অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত তাঁর অনুরাগীরা।
Published By: Arani BhattacharyaPosted: 09:11 AM Jun 28, 2025Updated: 05:31 PM Jun 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার প্রয়াত হন অভিনেত্রী শেফালি জরিওয়ালা (Shefali Jariwala Death)। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। তাঁর অসুস্থতার পর একমুহুর্তও দেরি না করে। মুম্বইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করার পর হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময়ই শেফালি জরিওয়ালার স্বামী পরাগ ত্যাগীর ভিডিও করার হুড়োহুড়ি পরে যায় হাসপাতাল চত্বরে। রীতিমতো তাঁর গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েন ছবিশিকারিরা। তাঁদের ক্যামেরার ফ্ল্যাশ ঝলকানি দিতেই মুখ ঢাকেন শেফালির স্বামী পরাগ। আর তা দেখেই রীতিমতো পাপারাজ্জিদের উপর চটে লাল শেফালির ভক্তরা। বললেন, 'একটু মনুষ্যত্ব রাখুন। এমন হুড়োহুড়ি কেন করছেন? একটা মানুষ মারা গিয়েছে।'

Advertisement

নেটপাড়ায় এই ভিডিও ভাইরাল হতেই এমন বিপত্তি ঘটে। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হন শেফালি। অসুস্থ হয়ে পরার পরই স্বামী পরাগ ত্যাগী তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

২০০২ সালে কাঁটা লাগা' গানের রিমেকে পারফর্ম করে সাড়া ফেলেছিলেন শেফালি। পরবর্তীতে অভিনয় করেছেন 'বেবি কাম না', 'মুঝসে শাদি করোগি'র মতো ছবিতে। পারফর্ম করেছেন 'বিগ বস সিজন ৩' ও 'নাচ বলিয়ে' ইত্যাদি রিয়ালিটি শোতে। কিছুদিন আগেও সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট অনুরাগীদের রীতিমতো চমকে দিয়েছিল। কিন্তু কে জানত তাঁর হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। তাঁর মৃত্যুতে শোকাহত তাঁর অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বইয়ের বেলভিউ হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় শেফালি জড়িওয়ালার স্বামী পরাগ ত্যাগীর ভিডিও করার হুড়োহুড়ি পরে যায় হাসপাতাল চত্বরে।
  • ছবিশিকারিদের ক্যামেরার ফ্ল্যাশ ঝলকানি দিতেই মুখ ঢাকেন পরাগ।
  • আর তা দেখেই রীতিমতো পাপারাজ্জিদের উপর চটে লাল শেফালির ভক্তরা। বললেন, 'একটু মনুষ্যত্ব রাখুন।
Advertisement