shono
Advertisement
Shilpa Shirodkar COVID Positive

কোভিডে আক্রান্ত শিল্পা শিরোদকার, অভিনেত্রীর সতর্কবাণী শুনে ভয়ে কাঁটা সোনাক্ষী!

দেশে ফের করোনা আতঙ্ক. ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোভিডের থাবা!
Published By: Sandipta BhanjaPosted: 05:18 PM May 19, 2025Updated: 05:33 PM May 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনার ভ্রুকূটি! হংকং ও সিঙ্গাপুরের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে আচমকাই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, এমনই দাবি ব্লুমবার্গের। গত সপ্তাহের শেষ দিকে সেই সংখ্যা উদ্বেগ বাড়িয়েছিল। এযাবৎকাল ভারতে উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় না থাকলেও এবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোভিডের থাবা! করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিরোদকার (Shilpa Shirodkar)। সোশাল মিডিয়ায় অনুরাগীদের সতর্ক করে দিয়ে ফের মুখে মাস্ক তোলার নিদান দিয়েছেন অভিনেত্রী। আর সেই পোস্ট পড়েই মহামারী আতঙ্কে ভয়ে কাঁটা সোনাক্ষী সিনহা!

Advertisement

সম্প্রতি স্বামী জাহির ইকবালকে নিয়ে বিদেশ ট্যুরে গিয়েছেন সোনাক্ষী। বিমানবন্দর থেকে ভাইরালও হয় সেই মুহূর্ত। এবার শিল্পার সতর্কবাণী পড়ে প্রতিক্রিয়া দিলেন বিদেশ ভ্রমণে ব্যস্ত শত্রুঘ্নকন্যা। শিল্পা শিরোদকার তাঁর পোস্টে লেখেন, 'সকলকে জানাচ্ছি যে, আমি কোভিডে আক্রান্ত। রিপোর্ট পজিটিভ এসেছে। তাই সকলে সুরক্ষিত থাকুন আর মাস্ক ব্যবহার করা শুরু করুন।' এই খবর পড়ে ঈশ্বরের শরণাপন্ন সোনাক্ষী সিনহা। শিল্পার পোস্টে লিখেছেন, 'হে ঈশ্বর!!! নিজের যত্ন নিও শিল্পা। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি।' সাম্প্রতিক 'বিগ বস'-এর আঠেরো তম মরশুমে যোগ দিয়েছিলেন শিল্পা শিরোদকার। তাঁর অভূতপূর্ব শারীরিক ট্রান্সফরমেশনের জন্যেও মাসখানেক আগে চর্চায় থেকেছিলেন অভিনেত্রী। এবার তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে চিন্তায় কপালে ভাঁজ ফিল্ম ইন্ডাস্ট্রির। এদিকে সানরাইজার্স হায়দরাবাদ টিমের অজি ক্রিকেটার ট্রাভিস হেডেরও কোভিডে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। অতঃপর করোনা আতঙ্ক যে আবারও জাঁকিয়ে বসছে মানুষের মনে, তা বালই বাহুল্য।

জানা যাচ্ছে, হংকংয়ে করোনার দাপাদাপি বেড়েই চলেছে। ৩ মে পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৩১ জনের। হাসপাতালে বাড়ছে আক্রান্তদের ভিড়। অন্যদিকে সিঙ্গাপুরে গত সপ্তাহের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে সংক্রমণ। মে মাসের প্রথম সপ্তাহেই তা পৌঁছেছে ১৪ হাজার ২০০-তে। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ৩০ শতাংশ। গত এক বছরের নিরিখে সংখ্যাটি সর্বাধিক। তবে প্রশাসন জানাচ্ছে, এখনও পর্যন্ত এমন প্রমাণ মেলেনি যে নতুন ভ্যারিয়্যান্ট বেশি সংক্রামক। এদিকে পরিস্থিতি ভালো নয় চিনেরও। গত পাঁচ সপ্তাহের তুলনায় হাসপাতালে ভর্তির সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। এপ্রিলে করোনার দাপাদাপির খবর মিলেছিল থাইল্যান্ড থেকেও। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন, তাহলে কি ভারতেও ফের চোখ রাঙাবে করোনা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোভিডের থাবা! করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিরোদকার।
  • সোশাল মিডিয়ায় অনুরাগীদের সতর্ক করে দিয়ে ফের মুখে মাস্ক তোলার নিদান দিয়েছেন অভিনেত্রী।
  • আর সেই পোস্ট পড়েই মহামারী আতঙ্কে ভয়ে কাঁটা সোনাক্ষী সিনহা!
Advertisement