shono
Advertisement
Shraddha Kapoor

মোদি পরিবারের সদস্য হচ্ছেন শ্রদ্ধা কাপুর, ছাব্বিশে উদয়পুরে কার সঙ্গে সাতপাক ঘুরবেন নায়িকা?

Shraddha Kapoor Wedding: 'শ্বশুরমশাই' হচ্ছেন শক্তি কাপুর। মনের মানুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কাপুর!
Published By: Sandipta BhanjaPosted: 05:54 PM Jan 13, 2026Updated: 06:16 PM Jan 13, 2026

দিন কয়েক আগেই বিয়ের জল্পনা উসকে দিয়েছিলেন শ্রদ্ধা কাপুর। কোনওরকম রাখঢাক না করেই অনুরাগীদের প্রশ্নবাণে একবাক্যে জানিয়েছিলেন, 'আমি বিয়ে করছি।...' এবার বিটাউনে কানাঘুষো, ছাব্বিশ সালেই নাকি ছাঁদনাতলায় বসতে চলেছেন শক্তিকন্যা। কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা?

Advertisement

অভিনেত্রী যে বছরখানেক ধরে রাহুল মোদির সঙ্গে সম্পর্কে রয়েছেন, সেখবর বলিউডে নতুন নয়! বহুবার একসঙ্গে তাঁদের কফিশপ, রেস্তরাঁ থেকে প্রিমিয়ার, বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে জুটিতে দেখা গিয়েছে। পাপারাজ্জিদের লেন্সের সুবাদে সেসব নিয়ে কম চর্চা হয়নি সিনেদুনিয়ায়। শ্রদ্ধার (Shraddha Kapoor) প্রেমিক হিসেবে রাহুলকে দেখে যদিও অনেকের ভ্রুযুগল আন্দোলিত হয়েছিল! তবে এক্ষেত্রে উল্লেখ্য, বলিউডে কাজের সংখ্যা কিন্তু নেহাত কম নয় নায়িকার প্রেমিকের। সহকারী পরিচালক হওয়ার পাশাপাশি গল্পকার হিসেবেও হিন্দি সিনেদুনিয়ায় নামডাক রয়েছে রাহুল মোদির। 'প্যায়ার কা পঞ্চনামা ২' থেকে 'সোনু কে টিটু...'র মতো একাধিক সিনেমায় কাজ করেছেন। এবার খবর, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে রাজস্থানে রাজকীয়ভাবে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন শ্রদ্ধা কাপুর!

ছবি : ইনস্টাগ্রাম

যদিও আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের খবর ঘোষণা করেনি তারকাজুটি তবে বলিমহলে কান পাতলে শোনা যাচ্ছে, চলতি বছরেই উদয়পুরে রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার চারহাত এক হতে চলেছে। 'টেলিক্রিয়েটস' নামে এক ইনস্টা অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, উদয়পুরের কোনও হেরিটেজ প্রাসাদে বসবে বিয়ের আসর। আদ্যোপান্ত ট্র্যাডিশনাল ধাঁচেই হবে বিয়ের অনুষ্ঠান। তবে সবটাই আপাতত কানাঘুষো, জল্পনাস্তরে। এই গুঞ্জন আদৌ সত্যি হবে কিনা? চোখ থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement