shono
Advertisement
Udit Narayan

'যাঁরা সমালোচনা করছেন তাঁদের...', চুম্বন বিতর্কে ফের মুখ খুললেন উদিত নারায়ণ

মহিলা অনুরাগীকে চুম্বন কাণ্ডে বর্তমানে টক অফ দ্য টাউন উদিত নারায়ণ।
Published By: Sayani SenPosted: 04:19 PM Feb 02, 2025Updated: 04:19 PM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা অনুরাগীকে চুম্বন কাণ্ডে বর্তমানে টক অফ দ্য টাউন উদিত নারায়ণ। যেভাবে এই ঘটনাকে প্রচার করা হচ্ছে তা ঠিক নয় বলেই দাবি গায়কের। আরও একবার চুম্বন বিতর্কে মুখ খুললেন তিনি।

Advertisement

বলিউড সংবাদমাধ্যমে উদিত নারায়ণ বলেন, "আমি কি দেশ কিংবা পরিবারের জন্য লজ্জাজনক কোনও কাজ করেছি? তাহলে কেন আমি জীবনের এই পর্যায়ে এসে এমন কাজ করব? একজন শিল্পী ও অনুরাগীর মধ্যে পবিত্র চুম্বন। কেন আপনারা এই ভিডিওটিকে এমন ঘৃণার চোখে দেখছেন? অনুরাগীকে আমাকে ভালোবাসেন। আমি তাঁদের ভালোবাসি।" তিনি আরও বলেন, "যাঁরা আমার মহিলা অনুরাগীকে চুম্বনের সমালোচনা করছেন তাঁদের ধন্যবাদ জানাই। কারণ, তাঁরা আমাকে এই দুদিনে অনেক বেশি বিখ্যাত করে দিয়েছেন। দেবী সরস্বতীর আশীর্বাদ যখন সঙ্গে রয়েছে তখন আমি কারও পরোয়া করি না।"

উল্লেখ্য, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা গিয়েছে, উদিত নারায়ণ মঞ্চে। গাইছেন, ‘টিপ টিপ বরসা পানি।’ দর্শকাসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অনুষ্ঠানের মাঝে ভক্তদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুতে পড়েন তরুণী। এই ভিডিওটি সোশাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও দেখে নেটদুনিয়া এখন দুষছে শিল্পীকে। X হ্যান্ডেলে ভাইরাল হওয়া ভিডিও দেখে তাজ্জব প্রায় সকলে। এক নেটিজেন লিখেছেন, “এটা উদিত নারায়ণ করেছেন?” আবার কেউ কেউ সন্দেহপ্রকাশ করে লিখেছেন, “সত্যি এটি উদিত নারায়ণ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা হয়েছে?” অনেকে আবার বলছেন, এই প্রথমবার নয়। অলকা ইয়াগনিককেও নাকি এভাবে একবার বিনা অনুমতিতে গালে চুমু দেন উদিত। সে ভিডিও নাকি সোশাল মিডিয়ায় পাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহিলা অনুরাগীকে চুম্বন কাণ্ডে বর্তমানে টক অফ দ্য টাউন উদিত নারায়ণ।
  • যেভাবে এই ঘটনাকে প্রচার করা হচ্ছে তা ঠিক নয় বলেই দাবি গায়কের।
  • আরও একবার চুম্বন বিতর্কে মুখ খুললেন তিনি।
Advertisement