shono
Advertisement
Smriti Mandhana-Palash Muchhal

বিয়ে ভাঙার পর বড় পদক্ষেপ স্মৃতি ও পলাশের, কী সিদ্ধান্ত নিলেন দু'জনে?

সত্যিই কি পলাশের 'বিশ্বাসঘাতকতা'য় ভাঙল বিয়ে?
Published By: Sayani SenPosted: 04:55 PM Dec 07, 2025Updated: 05:30 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে নিয়ে টানাপোড়েনের ইতি। জীবনের পথ আলাদা হয়ে গিয়েছে। সেকথা জানিয়ে দিয়েছেন দু'জনেই। আর তারপরই সোশাল মিডিয়াতেও বড় পদক্ষেপ স্মৃতি ও পলাশের (Smriti Mandhana-Palash Muchhal)। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন তাঁরা। পলাশের ইনস্টাগ্রামে অবশ্য এখনও ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে প্রেম প্রস্তাব দেওয়ার ভিডিও জ্বলজ্বল করছে। বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই মন থেকে হয়তো পুরোপুরি মুছে ফেলতে পারেননি পলাশকে। তবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর দু'জনের কাটানোর সময়ের কোনও চিহ্নই নেই।

Advertisement

বলে রাখা ভালো, গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়ে যায়। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। তখনই বিয়ে স্থগিত করে দেওয়া হয়। পলাশ নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরে প্রকাশ্যে আসে বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। নেটিজেনদের বক্তব্য, সম্ভবত সেই কারণেই পলাশের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন স্মৃতি। রবিবার দুপুরে ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দেন তারকা ব্যাটার, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে বহু রটনা চলছে। আমি নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করি। তাই জানিয়ে দিতে চাই, আমার বিয়ে আপাতত বাতিল। সকলকে অনুরোধ জানাই, এসময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। দুই পরিবারকেই একটু সময় দিন।’

ইনস্টাগ্রাম স্টোরি স্মৃতি মান্ধানার বিবৃতি

তার কিছুক্ষণের মধ্যে ইনস্টাগ্রাম স্টোরিতে পলাশ লিখেছেন, ‘আমি জীবনে এবার এগিয়ে যেতে চাই। ব্যক্তিগত সম্পর্ক থেকে পিছিয়ে আসছি। লোকে যেভাবে আমার জীবনের সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে ভুয়ো গুজব ছড়িয়েছে, তা আমাকে কষ্ট দিয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবু আমি নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রেখেছি। বিশ্বাস করি, এই সমাজ মিথ্যা, মুচমুচে গল্পগুলো নিয়ে চর্চা করা থামাতে শিখবে। এই গল্পগুলোর সত্যতা কী?’তিনি এখানেই থামেননি। এরপরই পলাশের বিস্ফোরণ, ‘এই ধরনের কথাবার্তা বহু মানুষের জীবনে বিরাট প্রভাব ফেলতে পারে। যাঁরা আমার নামে এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে আমার চরিত্রহনন করছে, তাঁদের বিরুদ্ধে আমার দল ব্যবস্থা নেবে।’

ইনস্টাগ্রাম স্টোরিতে পলাশের বিবৃতি

সত্যিই কি পলাশের 'বিশ্বাসঘাতকতা'য় ভাঙল বিয়ে নাকি অন্য কিছু, সে বিষয়ে স্মৃতি কিংবা পলাশ জানাননি কিছুই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ে ভাঙার পর বড় পদক্ষেপ স্মৃতি ও পলাশের।
  • ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন তাঁরা।
  • ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর দু'জনের কাটানোর সময়ের কোনও চিহ্নও রাখেননি স্মৃতি।
Advertisement