সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মসিহা' থেকে পুলিশের চোখে একেবারে সোজা ভিলেন! কোভিডকালে মানুষের সেবা করে রিয়েল লাইফ হিরোর তকমা পেয়েছিলেন সোনু সুদ (Sonu Sood)। এবার সেই অভিনেতাকেই কিনা পুলিশি বিপাকে পড়তে হল! হিমাচলপ্রদেশের স্পিতি ভ্যালিতে খালি গায়ে বীরবিক্রম অবতারে একেবারে বলিউডি ধাঁচে বাইক চালাচ্ছিলেন। মাথায় ছিল না হেলমেট। পাহাড়ি এলাকায় এহেন 'হিরোগিরি' দেখাতে গিয়েই পুলিশি গেরোয় পড়তে হল সোনু সুদকে।
আদুল গা। শরীরের উর্ধ্বাঙ্গে কাপড়ের লেশমাত্র নেই। পরনে শুধু শর্টস। আর চোখে রোদচশমা। আপাতদৃষ্টিতে ভিডিওটি দেখে মনে হবে, সোনু সম্ভবত কোনও বলিউড ছবির শুটিংয়ে ব্যস্ত। ক্যাপশনে লেখা- 'এটা স্পিতি ভ্যালি, এখানে আসল লোকেরাই বাইক চালায়।' ইনস্টাগ্রামে সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল হতেই অভিনেতার কান্ডজ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে অভিনেতা নিজে 'সেফ ড্রাইভ, সেফ লাইফ'-এর প্রচার করেন, তিনি নিজে কীভাবে এমন কান্ডজ্ঞানহীন কাজ করলেন? এহেন প্রশ্নে তোলপাড় নেটভুবন! তাঁদের কথায়, সোনু সুদের লক্ষ লক্ষ অনুরাগী রয়েছে। আর ভক্তরা প্রায়শই প্রিয় অভিনেতার অনুকরণ করে। অতঃপর সোনুর দেখাদেখি যে কেউ হেলমেট ছাড়া, খালি গায়ে এভাবে পাহাড়ি অঞ্চলে হিরোগিরি করতে গিয়ে বিপাকে পড়তে পারেন। তাই অবিলম্বে পদক্ষেপ করা দরকার। নেটপাড়ার একাংশ আবার, স্পতিন ভ্যালি পুলিশকে ট্যাগও করেছেন তাঁদের প্রতিবাদী পোস্টে। শোরগোল শুরু হতেই মাঠে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ।
জানা গিয়েছে, সোনু সুদের এই বিতর্কিত ভিডিও ২০২৩ সালে শুট করা। তৎসত্ত্বেও রেয়াত করেনি স্পিতি পুলিশ। একটি বিবৃতি জারি করে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে সোনু সুদকে। সেই বিবৃতিতে উল্লেখ, জনৈক বলিউড অভিনেতার বাইক রাইডের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যিনি লাহুল-স্পিতি এলাকার ট্রাফিক আইন ভেঙেছেন। প্রাথমিক পর্যায়ে পাওয়া তথ্য অনুযায়ী, এই ভিডিওটি ২০২৩ সালের। ইতিমধ্যেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখছে কেলাং ডিওয়াইএসপি হেডকোয়ার্টার। এই ভিডিওর এক্ষেত্রে আইনি যথাযোগ্য পদক্ষেপ করব আমরা। লাহুল-স্পিতিতে ঘুরতে আসা সমস্ত পর্যটকদের ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ জানাচ্ছি। আশা করি, ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিকদের মতো আচরণ করবেন আপনারা। মার্চ মাসেই ভয়ানক পথদুর্ঘটনার কবলে পড়েছিলেন সোনু সুদের স্ত্রী। এবার অতীত ভিডিও নিয়ে পুলিশি গেরোয় অভিনেতা।
