shono
Advertisement
Srijit Mukherji Killbill Society

আসছে 'কিলবিল সোসাইটি', 'হেমলক সোসাইটি'র ১৩ বছর পর সিক্যুয়েলে চমক সৃজিতের

সরস্বতী পুজোয় বড় চমক টলিউডের 'ফার্স্ট বয়' সৃজিতের।
Published By: Sandipta BhanjaPosted: 01:53 PM Feb 02, 2025Updated: 01:53 PM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'হেমলক সোসাইটি'র প্রধান চরিত্র 'আনন্দ কর'কে নিয়ে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) যে ফের ছবি তৈরি করছেন, সেই খবর আগেই ছিল। এবার বসন্ত পঞ্চমীতে সেই জল্পনায় সিলমোহর বসালেন পরিচালক। 'হেমলক সোসাইটি'র ১৩ বছর পর বাদে কেমন আছে আনন্দ কর এবং তাঁর আশেপাশের মানুষেরা? সেই গল্পই এবার উঠে আসবে সৃজিতের ফ্রেমে 'কিলবিল সোসাইটি'তে (Killbill Society)। কাস্টিংয়েও নামজাদা তারকাদের ভিড়।

Advertisement

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’, যার প্রধান চরিত্রে ছিলেন পরমব্রত চট্টোপাধ‌্যায় (আনন্দ কর) ও কোয়েল মল্লিক (মেঘনা সরকার)। 'আনন্দ কর'-এর ভূমিকায় এবারও পরমব্রত রয়েছেন। তবে এবারের গল্পে আর কোয়েলের দেখা পাওয়া যাবে না।
পরিবর্তে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করবেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অরিজিতা মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়রা। সরস্বতী পুজোর পুণ্যলগ্নে 'কিলবিল সোসাইটি'র পোস্টার প্রকাশ্যে এনে ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ‌্যায়। পোস্টারে বন্দুক দেখিয়ে আগেভাগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, 'মরবে মরো ছড়িও না।' অতঃপর এই ছবিতেও যে টলিউডের 'ফার্স্ট বয়' একটা চমক রাখতে চলেছেন, সেটা আন্দাজ করা যায়।

পরিচালক আপাতত ব্রাত‌্য বসুর নাটক অবলম্বনে ‘উইঙ্কল টুইঙ্কল’-এর শুটিংয়ে ব্যস্ত। এর পরই ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল 'কিলবিল সোসাইটি'র কাজ জোরকদমে শুরু করবেন তিনি। গল্পের প্রধান চরিত্র আনন্দ করকে ঘিরে এগোবে এই সিনেমা। ‘আনন্দ’ পরমব্রতকে নিয়েই একযুগ পরে ফিরতে চলেছেন সৃজিত। সৃজিতের অন‌্যতম সফল এই ডার্ক কমেডির গানগুলোও মানুষ দারুণ ভালোবেসেছিল। এখনও মানুষের মুখে-মুখে ঘোরে অনুপম রায়ের ‘এখন অনেক রাত’ কিংবা রূপঙ্কর বাগচী এবং লোপামুদ্রা মিত্র-র ‘আমার মতে’ বা রূপম ইসলামের ‘ফিরিয়ে দেওয়ার গান’। পরিচালক সেই জনপ্রিয় ছবির প্রধান চরিত্রের কাহিনি এগিয়ে নিয়ে যাবেন এবার। ‘হেমলক সোসাইটি’ যেখানে শেষ হয়েছে সেখানে অনেকটা সম্ভাবনা রয়ে গিয়েছে। চিরকালই সৃজিত সম্ভাবনা কাল্টিভেট করে নতুন ছবি বানাতে দক্ষ। ‘হেমলক সোসাইটি’-তে আত্মহত‌্যা-জীবনসচেতনতা এবং ভালোবাসা হাত ধরাধরি করে চলে। অস্তিত্ব সংকটের ব‌্যথার পাশাপাশি জীবনের ফেরার ডাক দেয় সেই ছবি। এত বছর পর ‘আনন্দ কর’-এর জীবনের পরবর্তী অধ‌্যায় কোন খাতে বইবে? সেখান থেকেই সৃজিতের 'কিলবিল সোসাইটি'র গল্প। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'হেমলক সোসাইটি'র ১৩ বছর পর বাদে কেমন আছে আনন্দ কর এবং তাঁর আশেপাশের মানুষেরা? সেই গল্পই উঠে আসবে 'কিলবিল সোসাইটি'তে।
  • সরস্বতী পুজোর পুণ্যলগ্নে 'কিলবিল সোসাইটি'র পোস্টার প্রকাশ্যে এনে ঘোষণা করলেন সৃজিত।
  • গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করবেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অরিজিতা মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়রা।
Advertisement