আমির খান। বলিউডের খান সাম্রাজ্যের অন্যতম সুপারস্টার। বলিউডের 'প্রোমোশন গুরু'। সিনেদুনিয়া যাকে 'মিস্টার পারফেকশনিস্ট' বলেই সম্বোধন করেন। আন্তর্জাতিক বক্স অফিসে রেকর্ড গড়া ভারতীয় সিনেজগতের একমেবাদ্বিতীয়ম তারকা। বছরখানেক ধরে মন্দা কেরিয়ারের গেরোয় পড়লেও আমিরের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, বললেও অত্যুক্তি হয় না! আর বলিপাড়ার সেই ডাকসাইটে তারকাকেই কিনা এবার নিজের অফিসে হেনস্তার শিকার হতে হল? যার নেপথ্যে সুনীল গ্রোভার! সেই ঘটনাই বর্তমানে চর্চার শিরোনামে।
সম্প্রতি 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'তে নিখুঁতভাবে আমির খানকে অনুকরণ করে শোরগোল ফেলে দিয়েছিলেন সুনীল। যে মিমিক্রি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন খোদ আমিরও। এমনকী অনুরাগীদেরও গুলিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল কে আসল, কে নকল? কিন্তু এবার ঠিক কোন কারণে আমিরের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন কৌতুকাভিনেতা সুনীল গ্রোভার, যার জন্যে নিজের অফিস থেকেই তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল? খবর, আমিরের অফিসে 'আমির' সেজে গিয়েছিলেন সুনীল গ্রোভার। শুধু তাই নয়, অফিসের কর্মীদের সঙ্গেও মালিকের মতোই আচরণ করা শুরু করেন। তবে গোল বাঁধে আমিরের প্রযোজনা সংস্থার অফিসে যখন বীর দাস পৌঁছন। ঠিক কী ঘটে?
ফাইল ছবি
অনেকেই অবগত যে, বীর দাসকে পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় করাতে চলেছেন আমির খান। বীর পরিচালিত 'হ্যাপি পটেল' তৈরি হয়েছে আমিরের প্রযোজনাতেই। কর্মসূত্রেই তাই প্রযোজক-অভিনেতার অফিসে গিয়েছিলেন তিনি। তবে সেখানে আমিররূপী সুনীলকে দেখে গুলিয়ে যান বীরও। এরপর তাঁর হাতে চেক ধরিয়ে সুনীল বলেন, "আমি তোমার জন্য খুব গর্বিত। কী দারুণ একটি ছবি তুমি বানিয়েছ! এটা আমার এক্সপেরিমেন্ট। এই সিনেমাটি যদি সুপারহিট না হয়, তাহলে আমিও আমির খান নই! 'হ্যাপি পটেল'-এর জন্য আমরা অস্কার পাবই পাব।" ঠিক এইসময়েই নিজের চেম্বারে ঢোকেন আমির খান। সুনীলকে দেখে তিনি তো 'থ'! বিরক্তির সুরেই সুনীলকে দেখিয়ে তিনি বীর দাসকে প্রশ্ন ছোড়েন, 'এটা কে?' দ্বিধাগ্রস্থ মুখে পরিচালক আমতা আমতা করা শুরু করেন। এরপর সুনীল গ্রোভার নিজেই আমিরকে প্রশ্ন ছোড়েন- আপনি কে ভাই? এহেন বাকবিতণ্ডার মাঝেই আমির খানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন তাঁর অফিসের নিরাপত্তারক্ষীরা। সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত ভাইরাল। সত্যিই কি নিজের অফিসে হেনস্তার শিকার 'মিস্টার পারফেকশনিস্ট'?
Aamir Khan and Sunil Grover face off in a new funny ad:
byu/GiveMeSomeSunshine3 inBollyBlindsNGossip
উল্লেখ্য, গোটা বিষয়টাই আসলে 'হ্যাপি পটেল'-এর প্রচারের জন্য রসিকতাচ্ছলে শুট করা হয়েছে। এমনিই কি আর আমিরকে 'প্রোমোশন গুরু' বলা হয়? যে প্রযোজক নিজেকে খাটো করেও সিনেমার প্রোমোশন করে তাক লাগালেন! আর সেই ভিডিও দেখে 'ভিরমি খেলো' গোটা নেটপাড়া!
