সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লম্ফ-ঝম্ফতে সানি ওস্তাদ। গর্জনেও তাঁকে টেক্কা দেওয়া বেশ কঠিন। তার উপর ঢাঁই কিলো কা হাত! এমন বলিউডি নায়কই যে হনুমান হিসেবে পারফেক্ট, তা তো বলাই বাহুল্য। তবে খোদ হনুমান থুড়ি সানি (Sunny Deol) কিন্তু একেবারেই চুপ। বরং বলিপাড়ার গুঞ্জন বলছে, রণবীরের রামায়ণ-এ তিনিই হনুমান।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ এন্ট্রি নিলেন সানি দেওল। না কোনও গুঞ্জন নয়, সম্প্রতি সানিই জানিয়েছেন এই কথা। যে ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় দক্ষিণী তারকা যশ রয়েছেন। সেই ছবি সানিকে কী অবতারে দেখা যাবে তা কিন্তু স্পষ্ট করেননি গদর অভিনেতা। তবে শোনা যাচ্ছে, রামায়ণ-এ তাঁকে দেখা যাবে হনুমানের চরিত্রেই। অর্থাৎ রটেছিল যেটা, সেটাই হতে চলেছে।
তবে চমক রয়েছে আরও। শোনা যাচ্ছে, 'রামায়ণ'-এ হনুমান হওয়ার জন্য সানি নাকি হাঁকিয়েছেন মোটা টাকার পারিশ্রমিক। বজরংবলীর চরিত্রে অভিনয় করার জন্য প্রযোজনা সংস্থার কাছে ৪৫ কোটি টাকা চেয়ে বসেছেন সানি দেওল। যদিও সেই বিষয়ে সরাসরি কোনওরকম মুখ খোলেননি এখনও অভিনেতা। সানি দেওলের শারীরিক গড়নের সঙ্গেও দারুণ মানিয়ে যাবে। উপরন্তু ‘গদর ২’ ছবির দৌলতেও ভক্তদের মনে যেরকম ইমেজ তৈরি করেছেন তিনি, তাতে অভিনেতাকে বজরংবলি হিসেবে পাওয়া গেলে জব্বর বিষয় হবে।
উল্লেখ্য, ‘গদর ২’র তুমুল সাফল্য সানি দেওলের ফিল্মি কেরিয়ারকে নতুন করে ট্র্যাকে নিয়ে এসেছে। ৬৯০ কোটি টাকার ব্যবসা করা ছবির পর এখন সানি অভিনয়ের দিকেই বেশি মন দিতে চাইছেন। আর হনুমানের চরিত্র নিয়ে নাকি তিনি বেশ আগ্রহী। পরিচালক নীতেশও এই চরিত্রে সানিকেই চান। এও শোনা যাচ্ছে, ইতিমধ্যেই পরিচালক নাকি হনুমানের চরিত্র নিয়ে একটি স্পিন-অফ মুভি তৈরি করার পরিকল্পনাও ছকে ফেলেছেন।
আগে প্রভাস-কৃতী স্যাননের ‘আদিপুরুষ’ ডাহা ফ্লপ হওয়ার পর থেকেই পরিচালক নীতেশ তিওয়ারি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। একবার তো ভেবেই ছিলেন রামায়ণ ছবির পরিকল্পনায় ইতি দেবেন। এমনকী, তেমনটাই জানিয়ে ছিলেন রণবীর কাপুরকেও। তবে আপাতত, সে সব দুশ্চিন্তায় ইতি। মনে সাহস সঞ্চয় করে নতুন করে ‘রামায়ণ’-এর কাজ চালিয়ে যাচ্ছেন পরিচালক নীতেশ তিওয়ারি।