সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিদ্বারে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন করতে গিয়ে অনভিপ্রেত অভিজ্ঞতা সানি দেওলের! সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে। যেখানে মেজাজ হারিয়ে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেল বলিউড অভিনেতাকে। কিন্তু বাবার শ্রাদ্ধকর্ম করতে গিয়ে হঠাৎ কেন মেজাজ হারালেন সানি?
ধর্মেন্দ্রর প্রয়াণের দিন দশেক বাদে বুধবার হরিদ্বারে অস্থি বিসর্জন করা হয় পরিবারের তরফে। বলিউড মাধ্যম সূত্রে খবর, বুধবার সকাল ১১টা নাগাদ হরিদ্বারের শ্রাবণ নাথ নগরের পিলভিট হাউস ঘাটে পৌঁছন দেওলরা। সেখানে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে হিন্দুমতে বলিউডের ‘হি ম্যানে’র শ্রাদ্ধশান্তির পুজোপাঠ করা হয়। এরপর পুরোহিতের নির্দেশে হর কি পৌরি ঘাটে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন করলেন নাতি করণ দেওল।জানা গিয়েছে, শেষকৃত্যের মতো এক্ষেত্রেও গোপনীয়তা বজায় রাখতে চেয়েছিলেন সানি-ববিরা। তাই অস্থি বিসর্জনের দিন ঘাটে উপস্থিত প্রত্যেককে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছিল যাতে অন্দরের খবর বাইরে না যায়। কিন্তু উৎসুক জনতা কি আর অত সহজেই বাঁধা মানে? অতঃপর ঘাটে দেওলদের ভিড় দেখে স্থানীয় ছবিশিকারিদের একাংশ ভিড় জমান অস্থি বিসর্জনের মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য। আর তা দেখেই মেজাজ হারান সানি দেওল।
ক্যামেরা দেখেই চেঁচিয়ে ওঠেন অভিনেতা। উপস্থিত ছবিশিকারিদের উদ্দেশে অগ্নিশর্মা সানিকে বলতে শোনা যায়, "তোমরা কি নিজেদের লজ্জাশরম সব বেচে খেয়েছ? টাকা তাই তোমাদের? কত টাকা চাই, বলো?..." সেই মুহূর্তের ভিডিও নিয়েই আপাতত নেটভুবনে বিস্তর চর্চা। যা দেখে সায় জানিয়েছেন অনুরাগীমহলের একাংশ। উল্লেখ্য, ধর্মেন্দ্র যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখনও পাপারাজ্জিদের উপর মেজাজ হারিয়েছিলেন সানি। শেষযাত্রাও তাই পুলিশি নিরাপত্তায় গোপনেই সারা হয়। এবার অস্থি বিসর্জনের দিনও পাপারাজ্জিদের বাড়বাড়ন্ত দেখে রেগে কাঁই ধর্মেন্দ্রর জ্যেষ্ঠপুত্র।
