সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহিত্যেপ্রমী বাঙালিদের বোধহয় বোধোদয়ের আঁতুরঘর থেকেই গোয়েন্দা, রহস্যপ্রীতি রয়েছে। তাই তাঁর মগজাস্ত্রের জড়িপ নিতে গোয়েন্দাপ্রেমী দর্শকদের কৌতুহলী মন স্বাভাবিকভাবেই উদ্বেগ-উৎকণ্ঠায় থাকে, তাই নয় কি? অনেকেই আবার নিজস্ব মননজগতে রহস্যের জাল বুনতে ভালোবাসেন। গোয়েন্দা 'ফ্যান ফিকশনে'র এহেন আনাগোনা পশ্চিমী পর্দায় বহাল তবিয়তে রয়েছে। বাংলা সাহিত্যজগতেও অবশ্য তার বিচরণ বিলক্ষণ। এবার সত্যজিৎ রায় সৃষ্ট 'ফেলুদা'কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তেমনই এক গোয়েন্দা সিরিজ উপহার দিতে চলেছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়।
পুরুষতান্ত্রিক গোয়েন্দা সমাজের ভিড়ে আসতে চলেছে 'ডিটেক্টিভ চারুলতা' (Detective Charulata)। কেন্দ্রীয় চরিত্রে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। গল্পটা কীরকম? প্রাইভেট ডিটেক্টিভ চারুলতা মিত্র আর তার খুড়তুতো ভাই তপু সাধারণত ছোটখাট রহস্য সমাধানেই ব্যস্ত থাকে। কিন্তু চারুর বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লকের মতো তারও নামডাক যশ প্রতিপত্তি হবে। সেই সুযোগটা আসে ম্যাডির হাত ধরে। যে কিনা চারুর নতুন অ্যাসিস্ট্যান্ট। রহস্য ঘনিয়ে ওঠে খ্যাতনামা তন্ত্রবিদ শ্রীমতী পরমা সেন যখন নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন এবং অবিশ্বাস্যভাবে সেটি সত্যিও হয়ে যায়। অন্ধবিশ্বাসে ভরা রহস্যের জাল কাটিয়ে বাস্তববাদী চারু যখন এই কেসের গভীরে পৌঁছতে চায়, তখন একের পর এক রহস্যময় মৃত্যু ঘটে। এই কলকাতারই বুকে একটা সিরিয়াল কিলিংয়ের ঘটনা যা এযাবৎকাল রয়ে গিয়েছিল লোকচক্ষুর অন্তরালে। ধীরে ধীরে চারু বুঝতে পারে, এই খুনের ঘটনাগুলোর উৎস লুকিয়ে রয়েছে তিন দশক আগের এক অভিশপ্ত দিনে। চারু কি পারবে এই ধারাবাহিক মৃত্যুর রহস্য উন্মোচন করে খুনিকে থামাতে, নাকি তার ভাগ্যে লেখা আছে পরাজয়? জানতে হলে চোখ রাখতে হবে 'ক্লিক'-এ।
গোয়েন্দা চারুলতার ভূমিকায় অভিনয় করার অভিজ্ঞতা কেমন? সুরঙ্গনা জানালেন, "যখন আমরা 'গোয়েন্দা' শব্দটি শুনি, আমাদের মনে একটি নির্দিষ্ট ধরণের ছবি ভেসে ওঠে। একজন মধ্যবয়স্ক বুদ্ধিমান পুরুষ, যিনি সমস্ত রহস্য সমাধান করতে প্রস্তুত। সেই ধারণা থেকে বেরিয়ে এসে একজন তরুণী সেই একই কাজ করছে, 'ডিটেক্টিভ চারুলতা'র এই ভাবনাটাই আমার খুব আকর্ষণীয় লেগেছিল। দুর্দান্ত অভিজ্ঞতা। বিশেষ করে গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যগুলি শুট করা চ্যালেঞ্জিং ছিল। সেটে সবার মধ্যে যে আন্তরিকতা ছিল, তাতে আমাদের কাজের পরিবেশ আরও সহজ হয়েছে। জয়দীপদা সবরকমভাবে সাহায্য করেছেন। আমার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। চরিত্রটির একাধিক স্তর বুঝতে আমাকে সাহায্য করেছেন। সবচেয়ে ভালো দিক হল, পরিচালক হিসেবে অভিনেতাদের প্রচুর স্বাধীনতা দিয়েছেন।" এদিকে পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় জানালেন, "সুরঙ্গনা আমার কাজটা শুরু থেকেই সহজ করে দিয়েছে। কারণ ও অডিশনের সময় থেকেই চারুলতাকে আপন করে নিয়েছিল। কঠিন অ্যাকশন দৃশ্য থেকে শুরু করে চরম আবেগেময় মুহূর্ত, সবেতেই সুরঙ্গনা সাবলীল।"
'ডিটেক্টিভ চারুলতা' সিরিজে অভিনয় করছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (চারুলতা মিত্র), দেবমাল্য গুপ্তা (তপু), অনুজয় চট্টোপাধ্যায় (অরিন্দম লস্কর), পামেলা কাঞ্জিলাল (ম্যাডি), মল্লিকা মজুমদার (সিদ্ধেশ্বরী বসু), চৈতি ঘোষাল (মিসেস পরমা সেন), মানস মুখোপাধ্যায় (হেমাঙ্গ হাজরা), সবুজ বর্ধন (ললিত মোহন)। চিত্রনাট্য ও পরিচালনায় জয়দীপ বন্দ্যোপাধ্যায়। গল্প ও সংলাপ সৌমিত দেবের। সিনেমাটোগ্রাফির দায়িত্বে অনির। সঙ্গীতে প্রাঞ্জল দাস। সম্পাদনায় কৌস্তভ সরকার।
