সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। শরীরজুড়ে মারণরোগের ক্ষত দেখিয়ে 'সাহসী' তাহিরা জানিয়েছিলেন, তিনি এখন পুরোপুরি রোগমুক্ত। তবে ভাগ্যের কী পরিহাস! বিশ্ব স্বাস্থ্য দিবসেই আয়ুষ্মান পত্নী লিখলেন, ৭ বছর বাদে আবারও তাঁর শরীরে নতুন করে বাসা বেঁধেছে কর্কটরোগ। সোমবার সোশাল মিডিয়ায় সেই দুঃসংবাদ ভাগ করে নেন তাহিরা কাশ্যপ। স্ত্রীর জীবনযুদ্ধ দেখে আবেগপ্রবণ আয়ুষ্মান খুরানার মন্তব্য, 'এবারও তোমার সঙ্গে, তোমার পাশে রয়েছি।'
৭ এপ্রিল, সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস। এদিনই দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিলেন তাহিরা কাশ্যপ। নেটপাড়ায় একটি পোস্ট ভাগ করে তিনি লিখেছেন, বিগত সাত বছর ধরে নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলাম। তার পরও দ্বিতীয়বার ক্যানসার ফিরে এল। সকলের উচিত নিয়মিত ম্যামোগ্রাম করানো। আমি অন্তত তেমনটাই পরামর্শ দেব। এরপরই নাতিদীর্ঘ ক্যাপশনে নিজের জীবনযুদ্ধের কথা বুঝিয়ে দিলেন তাহিরা। লিখেছেন, 'জীবন যখন আপনাকে লেবু ছুড়ে মারবে, তখন লেমোনেড বানিয়ে খেয়ে নিন। তবে উদারতা দেখানোর পর জীবন যখন দ্বিতীয়বার আপনাকে অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করায়, তখন আর লেমোনেড নয়, খুব শান্তভাবে সেই লেবু কালা খাট্টায় মিশিয়ে পান করে নিন। এবং খুব ইতিবাচক মনোভাব নিয়ে চুমুক দিন।'
এরপরই তাহিরার সংযোজন, 'ব্যাঙ্গাত্মকভাবে বললে, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। চলুন আমরা জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেদের যত্ন নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই।' সেই পোস্টে আয়ুষ্মানপত্নীর ইতিবাচক মনোভাবের প্রশংসা করে পাশে থাকার বার্তা দিলেন টুইঙ্কল খান্না, গুনিত মোঙ্গা, সোনালি বেন্দ্রে, মিনি মাথুর-সহ আরও অনেকে। দেওর অপরিক্ষীত খুরানা লিখেছেন, 'বউদি খুব শক্ত করে আলিঙ্গন করলাম। আমরা জানি,তুমি এবারও মিটিয়ে নিতে পারবে।' তবে সেই পোস্টের কমেন্ট বক্সে সবথেকে বেশি নজর কাড়ল আয়ুষ্মান খুরানার কমেন্ট। দুটো শব্দে তিনি স্ত্রীর শক্তির কথা বুঝিয়ে দিয়েছেন। লিখেছেন, 'আমার হিরো।'
২০০৮ সালে বিয়ে করেন আয়ুষ্মান-তাহিরা। তাহিরা কাশ্যপ, ২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন। কঠিন সময়ে স্ত্রীর পাশে ছিলেন আয়ুষ্মান। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের এই সম্পর্ক আরও পোক্ত হয়েছে। আয়ুষ্মান-ঘরনি তাহিরা কাশ্যপ নিঃসন্দেহে কর্কটরোগে আক্রান্ত মানুষ তথা মহিলাদের জন্য এক নয়া অনুপ্রেরণা। কর্কট রোগ তাঁর উপর বড়সড় এক দাগ ফেলে গিয়েছে। শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর মধ্যে এসেছে মানসিক পরিবর্তনও। ক্যানসারের ক্ষতই তাহিরার কাছে এখন ‘ব্যাচ অফ অনার’-সম। বদলে ফেলেছেন সৌন্দর্যের সংজ্ঞাও। দুরারোগ্য ব্যধিও কমাতে পারেনি তাহিরার অদম্য মানসিক জোর। শরীরে প্রথমবার কর্কটরোগের বীজ থাকতেই ঘোষণা করেছিলেন যে তিনি পরিচালক হিসেবে পদার্পণ করতে চলেছেন বলিউডে। ‘শর্মাজি কি বেটি’ নামে এক ছবি পরিচালনা করেছেন তিনি। এবার ফের একবার মারণরোগের কবলে পরিচালক তথা অভিনেতাপত্নী।
কলেজে পড়াকালীনই তাঁদের প্রেম। আর সেই প্রেমিকাই বর্তমানে আয়ুষ্মান খুরানার স্ত্রী। তাহিরা কাশ্যপ (Tahira Kashyap)। স্রোতের বিপরীতে হাঁটা পছন্দের তাঁর। ক্যানসারের মতো মারণ রোগকে হারিয়ে জীবনের পথে ফিরেছিলেন সদ্য। আর লড়াকু এই মানসিকতার জোরেই স্বামী আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) তুমুল জনপ্রিয়তার পাশাপাশি নিজেরও পরিচিতিও গড়ে তুলেছেন তাহিরা কাশ্যপ।