shono
Advertisement
madhumita Sarcar

লাল বেনারসিতে কনের সাজে 'পাখি', বাঙালির প্রেমদিবসেই সাতপাক ঘুরলেন অভিনেত্রী

চারহাত এক হল দেবমাল্য-মধুমিতার। এককথায় যাকে বলে স্বপ্নের বিয়ে। ঠিক যেভাবে ভেবেছিলেন সেভাবেই এদিন বিয়ে সারেন অভিনেত্রী।
Published By: Arani BhattacharyaPosted: 10:51 PM Jan 23, 2026Updated: 11:32 PM Jan 23, 2026

বাঙালির ভ্যালেন্টাইন্স ডে'তেই বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে চার হাত এক হল টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর। এদিনটার আশায় বহুদিন ধরেই নানা পরিকল্পনা করেছিলেন নবদম্পতি। অপেক্ষায় ছিলেন তাঁদের দর্শক-অনুরাগীরাও। এবার সেই অপেক্ষার অবসান হল।

Advertisement

চারহাত এক হল দেবমাল্য-মধুমিতার। এককথায় যাকে বলে স্বপ্নের বিয়ে। ঠিক যেভাবে ভেবেছিলেন সেভাবেই এদিন বিয়ে সারেন অভিনেত্রী। এক্কেবারে বাঙ্গালিয়ানার ছোঁয়া ছিল তাঁর বিয়ের অনুষ্ঠানে। এদিন মধুমিতার বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক-সহ আরও অনেকে। কনের সাজে অপরূপা মধুমিতার সঙ্গে তোলা ছবি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নেন পরিচালক।

সাবেকি সাজ থেকে বাঙালি মেনু এসবেই নিজের বিয়ের আয়োজন করেছিলেন অভিনেত্রী। মধুমিতার দ্বিতীয় দাম্পত্য ইনিংসের জন্য উচ্ছ্বসিত ছিলেন তাঁর অনুরাগীরাও। কারণ অতীতের বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁদের প্রিয় দুষ্টু-মিষ্টি অভিনেত্রী। তাই পর্দার পাখিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে জমিয়ে আইবুড়ো ভাত খান টলিপাড়ার দুষ্টু মিষ্টি নায়িকা। সেই আনন্দঘন মুহূর্তের ছবি প্রকাশ্য আসে সোশাল মিডিয়ায়। আইবুড়ো ভাতের অনুষ্ঠানের জন্য প্যাস্টেল শেডের শাড়ি বেছে নিয়েছিলেন মধুমিতা। পরনে গোলাপি রঙের শাড়ি। সঙ্গে মানানসই সোনার গয়না। ছিমছাম মেকআপ। পেল্লাই সাইজের মাছের মুড়ো ধরে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। গাঁদাফুলে সাজানো অনুষ্ঠানের আসর নজর কাড়ল মধুমিতার সামনে রাখা কাঁসার থালায় থরে থরে সাজানো রকমারি বাঙালি পদ। মেন্যুতে ছিল ভাত, স্যালাড, পাঁচ রকমের ভাজা, বেগুনি, ফিশ ফ্রাই, ডাল, রকমারি মাছের পদ আর শেষপাতে পায়েস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement