সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বলিউডে ছবি তৈরি করতে চলেছেন টলিউড পরিচালক শিলাদিত্য মৌলিক। খবর অনুযায়ী, শিলাদিত্যর এই নতুন হিন্দি ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন দ্য কেরালা স্টোরি খ্যাত পরিচালক সুদীপ্ত সেন। ইতিমধ্য়েই নাকি ছবি নিয়ে শিলাদিত্য ও সুদীপ্তর মধ্যে বিস্তর আলোচনা শেষ।
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে শিলাদিত্যর ছবি 'লুকোচুরি'। তারই নতুন হিন্দি ছবির প্ল্যান। সংবাদ মাধ্যমকে পরিচালক জানিয়েছেন, ''আমার প্রথম পরিচালিত ছবিই তো হিন্দি। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল। কিন্তু করোনার জন্য সম্ভব হয়নি। '' শিলাদিত্য আরও বলেন, ''সুদীপ্তদা দিল্লির বাঙালি। আমার সঙ্গে দীর্ঘ দিনের আলাপ। উনি আমার সব কাজ দেখেছেন। উনিই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন।'' শিলাদিত্যর এই ছবি দিয়েই প্রযোজনায় পা রাখছেন সুদীপ্ত।
[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে ভোটকেন্দ্রে রণবীর সিং, প্রথমবার ক্যামেরায় ধরা পড়ল ‘বেবিবাম্প’]
ছবির গল্প নিয়ে বেশি কিছু খোলসা করতে চাননি শিলাদিত্য। তবে জানিয়েছেন, জুলাই মাস থেকেই শুরু হবে এই ছবির শুটিং। ইতিমধ্যেই পুরুলিয়া, বর্ধমানের নানা জায়গায় রেইকি সেরেছেন পরিচালক। ঝাড়খন্ডেও শুটিং হওয়ার কথা।
[আরও পড়ুন: শিবপ্রসাদের জন্মদিনে ইলিশ-তোপসের বাহারি পদ, ‘বস নন্দিতাদি’ চাইছেন, ‘ভাইয়ের মাথা ঠান্ডা হোক’]