shono
Advertisement
Kaalipotka

'নারীর পাওয়ার, ফাটবে সবার'! ২৩ জানুয়ারি 'কালীপটকা' ফাটাবেন স্বস্তিকারা, প্রকাশ্যে ট্রেলার

স্বস্তিকা ছাড়াও সিরিজে রয়েছেন শ্রুতি দাস, হিমিকা বোস ও শ্রেয়া ভট্টাচার্য। খল চরিত্রে রয়েছেন 'একেনবাবু' অনির্বাণ চক্রবর্তী।
Published By: Biswadip DeyPosted: 01:51 PM Jan 18, 2026Updated: 01:51 PM Jan 18, 2026

এর আগে তাঁকে মাফিয়া ক্যুইন অবতারে দেখা গিয়েছিল ‘শিবপুর’ ছবিতে। এবার বসতিবাসী প্রান্তিক মানুষের ভূমিকায় স্বস্তিকা মুখোপাধ্যায়। আগামী ২৩ জানুয়ারি জি৫ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ 'কালীপটকা'। রবিবার মুক্তি পেল সিরিজের প্রথম ট্রেলার। জমজমাট অ্যাকশন ও ভায়োলেন্সে ঠাসা সেই ঝলক বুঝিয়ে দিল সিরিজের ট্রেলারে যে ঘোষণা (জ্বলবে বারুদ/ লাগবে আগুন/ হবে ধামাকা/ আসছে 'কালীপটকা') তা যথাযথই হতে চলেছে।

Advertisement

এই সিরিজ বলবে চার নারীর গল্প। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রান্তিক মানবীদের। সংলাপে যাঁদের স্পষ্ট ঘোষণা 'কেউ আমাদের ভাতে মারলে, আমরা তাদের হাতে মারি।' সিরিজের ক্যাপশনে 'কালীপটকা'র সঙ্গে লেখা 'নারীর পাওয়ার, ফাটবে সবার।' ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, বঞ্চনার শিকার হতে হতে প্রত্যাঘাত করবেন তাঁরা। ছবিতে এই চার নারীর ভূমিকায় স্বস্তিকা ছাড়াও রয়েছেন শ্রুতি দাস, হিমিকা বোস ও শ্রেয়া ভট্টাচার্য। ছবিতে বিশেষ ভূমিকায় খল চরিত্রে রয়েছেন 'একেনবাবু' অনির্বাণ চক্রবর্তী। তাঁর লুকও চমকে দিয়েছে। হাসিখুশি অনির্বাণকে এখানে দেখা যাবে এক রাগী পুরুষের ভূমিকায়। ছবিটির পরিচালক অভিরূপ ঘোষ। উল্লেখ্য, পরিচালনার পাশাপাশি কাহিনিও লিখেছে অভিরূপও।

ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, বঞ্চনার শিকার হতে হতে প্রত্যাঘাত করবেন তাঁরা। ছবিতে এই চার নারীর ভূমিকায় স্বস্তিকা ছাড়াও রয়েছেন শ্রুতি দাস, হিমিকা বোস ও শ্রেয়া ভট্টাচার্য। ছবিতে বিশেষ ভূমিকায় খল চরিত্রে রয়েছেন 'একেনবাবু' অনির্বাণ চক্রবর্তী। 

ছবিতে দেখা যাবে চার বসতিবাসিনীকে। ট্রেলার থেকে পরিষ্কার, প্রান্তিক মানুষের মুখের ভাষায় কথা বলতে দেখা যাবে তাঁদের। সেই সঙ্গে শরীরী ভাষাতেও পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে চলার লড়াই। আলাদা করে অবশ্যই নজর কাড়ছেন স্বস্তিকা। হালকা শ্যামলা বেশে মুখে বিড়ি, জোড়া ভুরু- স্বস্তিকা যেন 'অ্যাংরি উওম্যান'। তিনি এবং বাকি তিন নারীকে জমিয়ে অ্যাকশনও করতে দেখা যাচ্ছে। অন্যদিকে খল চরিত্রে অনির্বাণও জম্পেশ। এছাড়া বিমল গিরি, সৌমেন বোস, কৃষ্ণেন্দু দেওয়ানজিকেও দেখা যাবে সিরিজে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement