shono
Advertisement
Shah Rukh Khan

'মোটেই শাহরুখকে কাকু বলিনি'! মান খুইয়ে গর্জে উঠলেন তুর্কী নায়িকা

ঠিক কী বললেন নায়িকা?
Published By: Sandipta BhanjaPosted: 09:02 PM Jan 21, 2026Updated: 09:02 PM Jan 21, 2026

দুবাইয়ের মাটিতে অনুষ্ঠান করতে গিয়ে অপমানিত শাহরুখ খান! বলিউডের চিরতরুণ বাদশাকে 'কাকু' বলে সম্বোধন করে মারাত্মক বিতর্কে জড়িয়েছেন তুরস্কের অভিনেত্রী। যার জেরে বেধড়ক ট্রোলড হতে হচ্ছে হান্দে এরচেলকে। লাগাতার কটাক্ষের শিকার হওয়ার পর এবার অবশেষে মুখ খুললেন তিনি।

Advertisement

ঠিক কী ঘটেছে? সম্প্রতি সৌদি আরবের রিয়াধে আয়োজিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বাদশা। সেখানেই তাঁকে দেখা যায় মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে মঞ্চ ভাগ করতে। মঞ্চে যখন দু’জনেই উপস্থিত তখন সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। একইসঙ্গে মঞ্চের সেই মুহূর্ত নিজের ক্যামেরায় তুলছিলেন তুরস্কের অভিনেত্রী হান্দে এরচেল। সেই দৃশ্যই আবার নিজেদের মুঠোফোনবন্দি করেন পাপারাজ্জিরা। মুহূর্তেই নেটপাড়ায় ভাইরাল হয় সেই ভিডিও। অনেকেই বলেন বিদেশের মাটিতেও শাহরুখের অনুরাগীর সংখ্যা কম নয়। আর দর্শকাসনে বসে যিনি ভিডিও করছেন তিনি বাদশার একনিষ্ঠ অনুরাগী। আর তা সম্পর্কে অবগত হতেই হান্দে সকলের ‘ভ্রান্তিবিলাস’ দূর করেন। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ফলাও পোস্টে তুরস্কের অভিনেত্রী জানান। তিনি একেবারেই শাহরুখের ভক্ত নন। এবং তিনি তাঁকে চেনেন পর্যন্ত না। মঞ্চে থাকা আমিনা খলিল তাঁর বন্ধু আর তাঁকেই নাকি ক্যামেরাবন্দি করছিলেন হান্দে, ব্যস এটুকুই। ওই পোস্টেই অভিনেত্রী নাকি একইসঙ্গে লেখেন ‘কে এই কাকুটা?’ এমনই স্ক্রিনশট ভাইরাল হয়েছে নেটপাড়ায়। আর সেই প্রেক্ষিতেই শাহরুখকে অপমানের মাশুল হিসেবে কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। অবশেষে এবার সেপ্রসঙ্গে মুখ খুললেন হান্দে।

ছবি: ইনস্টাগ্রাম

সোশাল মিডিয়ায় ভাইরাল ওই পোস্টের স্ক্রিনশট পোস্ট করে হান্দে এরচেল জানাালেন, "এই তথ্য সর্বৈব ভুয়ো। মোটেই আমি শাহরুখকে কাকু বলে সম্বোধন করিনি।" নায়িকার পোস্টের পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি ভাইরাল ওই স্ক্রিনশট কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজি? নাকি অন্য কোনও সুপারস্টার শিবিরের ইচ্ছাকৃত কর্মকাণ্ড? হান্দের এহেন অপমানে গর্জে উঠেছেন শাহরুখ ভক্তরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement