বলিউডের বাদশা শাহরুখ খান, তিনি চিরসবুজ, চিরযুবা, অনুরাগীদের কাছে তাঁর বয়স একটা সংখ্যামাত্র। শুধু কি তাই? একটা প্রজন্মের কাছে তিনি নিজেই আস্ত একটা প্রেমের সংজ্ঞা। আর সেই শাহরুখকেই নাকি 'কাকু' বলে সম্বোধন? তাও কিনা বিদেশের মাটিতে! হঠাৎ এমন কী ঘটল যার জন্য বলিউডের বাদশার সঙ্গে এমন ঘটনা ঘটল?
সম্প্রতি সৌদি আরবের রিয়াধে আয়োজিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বাদশা। সেখানেই তাঁকে দেখা যায় মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে মঞ্চ ভাগ করতে। মঞ্চে যখন দু'জনেই উপস্থিত তখন সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। একইসঙ্গে মঞ্চের সেই মুহূর্ত নিজের ক্যামেরায় তুলছিলেন তুরস্কের অভিনেত্রী হান্দে এরচেল। সেই দৃশ্যই আবার নিজেদের মুঠোফোনবন্দি করেন পাপারাজ্জিরা। মুহূর্তেই নেটপাড়ায় ভাইরাল হয় সেই ভিডিও। অনেকেই বলেন বিদেশের মাটিতেও শাহরুখের অনুরাগীর সংখ্যা কম নয়। আর দরশকাসনে বসে যিনি ভিডিও করছেন তিনি বাদশার একনিষ্ঠ অনুরাগী। আর তা সম্পর্কে অবগত হতেই হান্দে সকলের 'ভ্রান্তিবিলাস' দূর করেন। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ফলাও পোস্টে তুরস্কের অভিনেত্রী জানান। তিনি একেবারেই শাহরুখের ভক্ত নন। এবং তিনি তাঁকে চেনেন পর্যন্ত না। মঞ্চে থাকা আমিনা খলিল তাঁর বন্ধু আর তাঁকেই নাকি ক্যামেরাবন্দি করছিলেন হান্দে, ব্যস এটুকুই। ওই পোস্টেই অভিনেত্রী একইসঙ্গে লেখেন 'কে এই কাকুটা?'
ছবি: ইনস্টাগ্রাম
হান্দের ওই পোস্টের পর থেকেই রীতিমতো উত্তাল হয়ে ওঠে নেটপাড়া। তুরস্কের অভিনেত্রীর প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। আসলে কিং খানের এহেন 'অপমান' মেনে নিতে পারেননি তারা। অনেকেই প্রশ্ন তুলেছেন, 'না চিনেই কাকু বলে সম্বোধন করছেন? জানেন উনি কে?', কেউ আবার বলেছেন 'ওনার জায়গায় পৌঁছাতে আপনার সাত জন্ম লাগবে।' সুতরাং শাহরুখের অপমান মেনে নিতে না পেরে তুরস্কের অভিনেত্রীকে যে একহাত নিয়েছেন শাহরুখ ভক্তরা সে কথা বলাই বাহুল্য।
