সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত অক্টোবর মাসেই থলপতি বিজয়ের কারুরের সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সংশ্লিষ্ট ইস্যুতে দক্ষিণী অভিনেতা তথা রাজনীতিককে তলব করল সিবিআই। খবর, আগামী সোমবার, ১২ জানুয়ারি হাজিরা দিতে হবে বিজয়কে।
২৭ সেপ্টেম্বর অভিনেতা থলপতি বিজয়ের রাজনৈতিক দল, তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সমাবেশ হয় তামিলনাড়ুর কারুরে। সেখানেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে নারী ও শিশু সহ ৪১ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা শতাধিক। যে ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। গত অক্টোবরে সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরী এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ এই ঘটনার তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছিল। তদন্তের স্বচ্ছতা বজায় রাখার জন্য, তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান বিচারপতি অজয় রাস্তোগি। এছাড়াও কমিটিতে রয়েছেন দুই আইপিএস অফিসার। এবার কারুরের সেই পদপিষ্ট কাণ্ডেই দক্ষিণী নেতা-অভিনেতাকে তলব করল সিবিআই। আগামী ১২ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন থলপতি বিজয়।
সংশ্লিষ্ট ঘটনায় মাদ্রাজ হাই কোর্টে দক্ষিণী সুপারস্টারকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে ভর্ৎসনাও করা হয়। এদিকে পদপিষ্টকাণ্ডকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ বিজেপি। অভিনেতাকে তোপ দেগে গেরুয়া শিবিরের একাংশ ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের আঁচ পাওয়ার অভিযোগও তুলেছে। লাগাতার কটাক্ষের মুখে পড়ে সম্প্রতি কারুরের ‘অভিশপ্ত’ মিছিলে নিহতদের পরিবারকে ভিডিও কল করে কথা বলেন বিজয় থলপতি। নিহতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা এবং আহতদের ২ লক্ষ করে
আর্থিক সাহায্যের পাশাপাশি পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।
