shono
Advertisement
Maha Kumbh girl Monalisa

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার জন্য থমকে মধ্যপ্রদেশের গোটা শহরের রাস্তা, কী এমন করলেন?

নিজের অনুরাগীদের ঝরোখা দর্শন দেন নব্য অভিনেত্রী।
Published By: Arani BhattacharyaPosted: 04:33 PM Jul 19, 2025Updated: 04:33 PM Jul 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুম্ভমেলার সেই মোনালিসাকে মনে আছে? রাতারাতি বদলে গিয়েছিল যাঁর জীবন। সেই মোনালিসাকেই একবার দেখার জন্য তাঁর জীবনের প্রথম ছবির শুটিং চলাকালীন মধ্যপ্রদেশে পিচ্চোরে ভিড় জমিয়েছিলেন শতাধিক মানুষ। জীবনের প্রথম ছবির প্রচারে মোনালিসাকে দেখার জন্য মানুষের এই ঢল ছিল রীতিমতো চোখে পড়ার মতো। তাঁকে একবার দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি পরে যায়। বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য শুটিংও। নবাগতা অভিনেত্রীকে ফোনে ক্যামেরাবন্দি করার জন্য রীতিমতো উৎসাহী হয়ে পড়েন দর্শক। ইতিমধ্যেই মোনালিসাকে ঘিরে উন্মাদনার সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisement

ভিড় ঠেলে, ছাদের উপর উঠে নিজের অনুরাগীদের ঝরোখা দর্শন দেন নব্য অভিনেত্রী। সকলের উদ্দেশ্যে হাত নেড়ে বলেন, "আপনাদের সকলের সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগছে।" শেষ অবধি ওই জনস্রোত সামলে শুটিং শুরুর জন্য শেষ অবধি প্রযোজনা সংস্থার তরফে মাঠে নামতে দেখা যায়। শুধু তাই নয় ভক্তদের উদ্দেশ্যে বলা হয়, "আজ এই পর্যন্তই। আগামীকাল মোনালিসা আবারও সকলের সঙ্গে এসে দেখা করবে। আমরা সকলে সকাল থেকে বাইরে রয়েছি। শুটিংয়ের কঠিন শিডিউল চলছে। দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন।"

মহাকুম্ভই ঘুরিয়ে দিয়েছিল ভাগ্যের চাকা। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি সেনসেশন হয়ে উঠেছিলেন পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে। খারগাঁওয়ের এই ষোড়শীকে বলিউডের পর্দাতে যে দেখা যাবে সেই গুঞ্জন তখনই ছড়িয়ে পড়েছিল। তবে ফিল্মি পিচে পা দেওয়ার আগে ‘টেস্ট রানে’ ব্যস্তও ছিলেন মোনালিসা। প্রকাশ্যে এসেছিল তাঁর পয়লা বলিউড ছবির পারিশ্রমিক। পেট চালাতে কুম্ভ মেলায় এসেই গ্ল্যামার দুনিয়া থেকে ডাক পেয়েছিলেন বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা। শোনা গিয়েছিল, তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন। কিন্তু সেই জল্পনার মাঝেই মোনালিসার বলিউড অভিষেকের খবর আসে। এইমুহূর্তে সেই ছবিরই শুটিং চলছে জোরকদমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোনালিসাকে একবার দেখার জন্য তাঁর জীবনের প্রথম ছবির শুটিং চলাকালীন মধ্যপ্রদেশে পিচ্চোরে ভিড় জমিয়েছিলেন শতাধিক মানুষ।
  • জীবনের প্রথম ছবির প্রচারে মোনালিসাকে দেখার জন্য মানুষের এই ঢল ছিল রীতিমতো চোখে পড়ার মতো। তাঁকে একবার
  • ভিড় ঠেলে, ছাদের উপর উঠে নিজের অনুরাগীদের ঝরোখা দর্শন দেন নব্য অভিনেত্রী
Advertisement