shono
Advertisement
Virat Kohli-Genelia D'Souza

মাঝ আকাশে বিরাট ও জেনেলিয়ার 'এরোপ্লেন সেক্স'! তারপর...

নাহ, এটি কোনও সিনেমার চিত্রনাট্য নয়!
Published By: Sayani SenPosted: 02:36 PM Jun 22, 2025Updated: 02:36 PM Jun 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তখন মাঝ আকাশে বিমান। পাইলটের আসনে বিরাট কোহলি। বিমানসেবিকা জেনেলিয়া ডি'সুজা। তাঁর ইশারায় সাড়া দিয়ে বিমান চালানোর ফাঁকে অন্তরঙ্গ পাইলট। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল গোটা বিমান। দুর্ঘটনার ভয়ে ততক্ষণে আঁতকে উঠেছেন যাত্রীরা। নাহ, এটি কোনও সিনেমার চিত্রনাট্য নয়। বিখ্যাত এক ঘড়ির সংস্থার বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপন নিয়ে ফের মাথাচাড়া দিয়েছে বিতর্ক। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই বিজ্ঞাপনকে।

Advertisement

ওই সংস্থার হয়ে নাকি এমন একাধিক যৌন উদ্দীপক বিজ্ঞাপন করেছেন বিরাট ও জেনেলিয়া। জানা গিয়েছে, এই বিজ্ঞাপনগুলি কমপক্ষে ১২-১৩ বছরের পুরনো। যা নিয়ে তোলপাড় নেটদুনিয়া। বিজ্ঞাপন দেখে রে রে করে উঠেছেন নেটিজেনরা। কীভাবে বিরাট ও জেনেনিয়া এমন দায়িত্বজ্ঞানহীন বিজ্ঞাপনে অভিনয় করতে পারলেন, সে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, "কীভাবে পরিবারের কথা না ভেবে জেনেলিয়া এমন কুরুচিকর বিজ্ঞাপনে অভিনয় করলেন?" আবার কারও কারও প্রশ্ন, "এই বিজ্ঞাপনটি অ্য়ানিম্যাল ছবির দৃশ্যের কথা মনে করাচ্ছে। ছবিটি আগে হয়েছে নাকি বিজ্ঞাপন?"

কারও কারও মতে, এই বিজ্ঞাপন যেকোনও বিমান চালক এবং বিমানসেবিকার ক্ষেত্রে অত্যন্ত লজ্জাজনক। এই বিজ্ঞাপন যুবসমাজে ভুল বার্তা দেবে একথা ভেবে অগ্নিশর্মা কেউ কেউ। এই বিজ্ঞাপন যুবসমাজের কাছে ভুল বার্তা দেবে বলেই মত তাঁদের। তবে নেটিজেনদের একাংশ বিরাট ও জেনেলিয়ার পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মতে, এটি নিছকই অভিনয়। বাস্তব ভিত্তি নেই। তাই এই বিজ্ঞাপন নিয়ে এত মাথাব্যথার কোনও কারণ নেই। সিংহভাগ নেটিজেনের দাবি মেনে বিজ্ঞাপনটির সম্প্রচার বন্ধের দাবি তোলেন তাঁরা। আর তারপর থেকে বিজ্ঞাপনটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদিও ইউটিউবে বিজ্ঞাপনটি এখনও রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাঝ আকাশে বিরাট ও জেনেলিয়ার 'এরোপ্লেন সেক্স'!
  • বিখ্যাত এক ঘড়ির সংস্থার বিজ্ঞাপন।
  • আর এই বিজ্ঞাপন নিয়ে ফের মাথাচাড়া দিয়েছে বিতর্ক। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই বিজ্ঞাপনকে।
Advertisement