সলমন খান ঘনিষ্ঠ প্রযোজকের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই জয় ভানুশালি এবং মাহি ভিজের দেড় দশকের সংসারে ভাঙন! মাস দেড়েকের 'অতিনাটকীয়' ডিভোর্স জল্পনায় এবার চাঞ্চল্যকর মোড়। স্বাভাবিকভাবেই, এই তৃতীয় ব্যক্তির ঠিকুজি-কুষ্ঠির খোঁজে বর্তমানে তোলপাড় নেটভুবন। জানা গিয়েছে, জয়-মাহির ডিভোর্সের নেপথ্যে যিনি কাঠগড়ায়, তিনি সলমনের ভীষণ কাছের মানুষ। তবে অভিনেত্রীর অনুরাগীদের নজরে, দু'জনের বয়সের ফারাক। সেকথা উল্লেখ করে সোশাল পাড়ায় বিষোদগার করা শুরু করেছেন একাংশ। তুমুল ট্রোলের শিকার হতে হচ্ছে মাহি ভিজকেও।
মাস দুয়েক ধরেই জয় ভানুশালি, মাহি ভিজের ডিভোর্সের খবরে উত্তাল মায়ানগরীর টিনসেল টাউন! ১৫ বছরের সংসার। তিন সন্তানের মা-বাবা। হিন্দি টেলিদুনিয়ার অন্যতম 'পাওয়ার কাপল' হওয়া সত্ত্বেও কেন দেড় দশকের দাম্পত্যে যতিচিহ্ন টানছেন জয়-মাহি? কৌতূহল সর্বত্র। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, সন্দেহের বশে পারস্পারিক বোঝাপড়ার অবনতি হওয়ার জেরেই নাকি তারকাদম্পতির সংসারে ভাঙন ধরেছে! যদিও ডিভোর্স ঘোষণার পর জয়-মাহি পরস্পরের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের কড়া বার্তা দিয়েছিলেন, তবে এবার নতুন 'খবরে' তোলপাড় বলিউড! গুঞ্জন, সলমন খান ঘনিষ্ঠ প্রযোজক নাদিম নাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মাহি ভিজ। দীর্ঘ এক পোস্টে এহেন জল্পনা অবশ্য নিজেই উসকে দিয়েছেন অভিনেত্রী।
রবিবার, নাদিমের জন্মদিনে তাঁকে মিষ্টিমুখ করানোর ছবি দিয়ে এক পেল্লাই আকৃতির পোস্ট করেছিলেন মাহি। যেখানে সলমন খানের বন্ধু প্রযোজককে নিজের নিশ্চিন্ত আশ্রয় থেকে বন্ধু-পরিবার বলে উল্লেখ করেছেন মাহি ভিজ। শুধু তাই নয়, জয়-মাহি কন্যা তারার পোস্টে নাদিমকে 'আব্বা' বলে সম্বোধন করা হয়েছে। যা চলতি বিতর্কযজ্ঞের পালে আরও ঘৃতাহূতি করেছে। মাহি লিখেছিলেন, "শুভ জন্মদিন সেই মানুষটিকে, যাকে আমি বেছে নিয়েছি। তবে কোনও কাকতালীয়ভাবে নয়, বরং মন থেকে। আমি চুপ থাকলেও যে মানুষটি আমার মনের কথা বোঝে। যে সবসময়ে আমাকে আগলে রাখে। নাদিম তুমিই আমার পরিবার, আমার নিরাপদ আশ্রয়, আমার চিরদিনের সঙ্গী। তুমি শুধু আমার বেস্ট ফ্রেন্ড নও, আমার শক্তি, আমার ঘর। হ্যাঁ, আমরা ঝগড়া করি, কিন্তু সব রাগ-অভিমান শেষ হয় আমাদের কাছে এসেই। আমি তোমাকে ভালোবাসি, নাদিম। এবং বেসে যাব।" এহেন পোস্টের পরই নেটপাড়ায় ট্রেন্ডিং নাদিম নাজ। যিনি শুধু সলমনের বন্ধুই নন। সলমনের সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্কও রয়েছে। এমনকী বলিউড সুপারস্টারের টেলিভিশন প্রযোজনা সংস্থা এসকে টিভির প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং পার্টনার। যার ত্বত্ত্বাবধানে 'দ্য কপিল শর্মা শো'-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানও হয়েছে। আর সেই প্রযোজককে নিয়েই বর্তমানে তোলপাড় নেটভুবন।
নাদিমের সঙ্গে মাহি ভিজের ১৪ বছরের বয়সের ফারাক নিয়ে তুমুল চর্চা অনুরাগী শিবিরে। কেউ 'বাবার বয়সি প্রেমিক' বলে অভিনেত্রীকে খোঁটা দিয়েছেন। তো কেউ বা আবার জয় ভানুশালির মতো সুদর্শন অভিনেতাকে ছেড়ে নাদিমের সঙ্গে ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে মাহিকে কটাক্ষ করেছেন। সবমিলিয়ে প্রযোজকের জন্মদিনে 'মাখোমাখো পোস্ট' দিতেই তুমুল ট্রোলড মাহি ভিজ।
