shono
Advertisement
Raj Chakraborty

হাঁটি হাঁটি পায়ে ইয়ালিনীর বক্সিং! 'যোদ্ধা' মেয়ের আক্রমণ কীভাবে সামলালেন রাজ?

মেয়েরা বাবার একটু বেশি আদুরে হয়। ভিডিও দেখে বলছেন নেটিজেনরা।
Published By: Suparna MajumderPosted: 11:05 AM Jan 08, 2025Updated: 11:12 AM Jan 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ-শুভশ্রীর মেয়ে বলে কথা! জন্ম থেকেই যোদ্ধা! বুধের সকালে বক্সিং গ্লাভস হাতে তুলে নিয়েছিল ছোট্ট ইয়ালিনী। হাঁটি হাঁটি পায়ে এসেই সোজা বাবা রাজ চক্রবর্তীকে আক্রমণ। সিনেমা হলের দর্শকদের জন্য 'যোদ্ধা' ছবি তৈরি করেছিলেন রাজ। কিন্তু এমন মিষ্টি যোদ্ধা বোধহয় তিনি কখনও দেখেননি। হাসিমুখেই পরিচালক-বিধায়ক সামলালেন মেয়ের পাঞ্চ।

Advertisement

যুবান-ইয়ালিনী আসার পর থেকে রাজ-শুভশ্রীর সকালটা একেবারেই পালটে গিয়েছে। দিনের শুরুটা কীভাবে হয়, তার সুলুকসন্ধান সোশাল মিডিয়ায় দিতে থাকেন তারকা দম্পতি। দিন তিনেক আগে কুয়াশামাখা সকালে ছেলে যুবানের সঙ্গে খেলছিলেন শুভশ্রী। বুধবারের স্টার ইয়ালিনী। খেলতে খেলতেই হাতে পরে নিয়েছিল বক্সিং গ্লাভস।

এখনও টলমল পা। উঠতে গিয়ে একবার পড়েও গিয়েছিল ইয়ালিনী। রাজ-শুভশ্রীর একমাত্র মেয়ে বলে কথা! ঠিক উঠে দাঁড়াবেই। তারপর এসেই প্রথমে মায়ের কাছে গিয়েছিল। কিন্তু যুদ্ধ যুদ্ধ খেলা বাবার সঙ্গেই। একের পর এক মিষ্টি পাঞ্চ। বাবা বলে ডাকতেও শিখে গিয়েছে ইয়ালিনী। মারের পালটা আদর! মেয়েরা বাবার একটু বেশি আদুরে হয়। ভিডিও দেখে বলছেন নেটিজেনরা। রাজও আদরে ভরিয়ে দিয়েছেন নিজের প্রিন্সেসকে।

দুই ছেলে-মেয়েকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। তারকা দম্পতি একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই কাজও করছেন চুটিয়ে। এখনও 'সন্তান'-এর পোস্ট রিলিজ প্রচারের কাজ চলছে। বিভিন্ন জায়গায় হল ভিজিটে যাচ্ছেন রাজ ও তাঁর টিম। বিনোদিনী থিয়েটারেও (পূর্ববর্তী নাম স্টার থিয়েটার) শো ছিল হাউসফুল। সেই ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন পরিচালক।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিন তিনেক আগে কুয়াশামাখা সকালে ছেলে যুবানের সঙ্গে খেলছিলেন শুভশ্রী।
  • বুধবারের স্টার ইয়ালিনী। খেলতে খেলতেই হাতে পরে নিয়েছিল বক্সিং গ্লাভস।
Advertisement