shono
Advertisement
Kolkata Film Festival 2024

কলকাতা চলচ্চিত্র উৎসবের শেষদিনে নজর থাক এসব সিনেমায়, দেখে নিন তালিকা

বুধবার শেষ হচ্ছে ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসব।
Published By: Akash MisraPosted: 08:18 PM Dec 10, 2024Updated: 08:18 PM Dec 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার শেষ হচ্ছে ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসব। দেখতে দেখতে জমজমাট এই অনুষ্ঠানের এক সপ্তাহ পার। শেষদিনেও সিনেপ্রেমীরা ভিড় জমাবেন এই সিনে উৎসবে। এদিন কী দেখবেন?

Advertisement

শুরু করুন নন্দন ১ থেকেই। ২টো শোয়ে রয়েছে ব্রাজিলের ছবি 'ব্লিক সানডে আফটারনুন'। পরিচালক গুস্তাভো গালভাও। এক অভিনেত্রীর জীবন সঙ্কট নিয়েই তৈরি হয়েছে এই ছবি। যেখানে অভিনেত্রী সেলিব্রিটির জাঁকজমকপূর্ণ জীবনকে হাতছাড়া করতে ভয় পান। তার এই জীবনের এই টানাপোড়েনই উঠে আসবে এই ছবিতে। ছবিটি মুক্তি পায় ২০০৩ সালে।

এরপরেই দেখতে পারেন ব্রাজিলের আরেকটি ছবি 'মোটেল ডেস্টিনো'। পরিচালক করমি আনোজ। ছবিটি ইরোটিক থ্রিলার ঘরানার। কান চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছিল এই ছবি। এটি মুক্তি পায় ২০২৪ সালে। নন্দন ২-এ শো টাইম ৪টে।

যাঁরা এর আগে পালমা দোভারের 'দ্য রুম নেক্সট ডোর' মিস করেছেন। তাদের জন্য ফের সুযোগ রয়েছে এই ছবি দেখার। নজরুল তীর্থতে দেখতে পাবেন সাড়ে ৬ টায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যাঁরা এর আগে পালমা দোভারের 'দ্য রুম নেক্সট ডোর' মিস করেছেন।
  • জরুল তীর্থতে দেখতে পাবেন সাড়ে ৬ টায়।
Advertisement