সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ ওস্তাদ জাকির হুসেন (Zakir Hussain)। জানা গিয়েছে, আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিল্পী। রক্তচ্চাপ এবং হৃদযন্ত্রের সমস্যার জন্যই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এর পরই রবিবার তড়িঘড়ি শিল্পীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যার জেরে বাতিল হয়েছে ওস্তাদ জাকির হুসেনের কলকাতার অনুষ্ঠানও।
জাকির হুসেনের পরিবারের তরফেই তাঁর অসুস্থ হওয়ার খবর জানানো হয়েছে। ভারতীয় তবলাবাদক তথা সঙ্গীতজ্ঞ জাকির হুসেনের বিশ্বজুড়ে অগণিত অনুরাগী। তাই এই কঠিন সময়ে ওস্তাদের জন্য প্রার্থনা করার আর্জি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। একটি বিবৃতিতে শিল্পীর পরিবারের তরফে জানানো হয়েছে, "তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র উস্তাদ জ়াকির হুসেন অসুস্থ। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় গুরুতর অবস্থায় তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনুরোধ করছি, তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।"
প্রসঙ্গত, চলতি বছর গ্র্যামি পুরস্কার পেয়েছেন জাকির হুসেন। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে 'শক্তি' ব্যান্ডের গানের অ্যালবাম 'দিস মোমেন্ট' পুরস্কার পেয়েছে। সংশ্লিষ্ট ব্যান্ডের মুখ্য কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। এবং তবলাবাদক জাকির হুসেন। তাঁদের হাত ধরেই ২০২৪ সালে ভারতে গ্র্যামি আসে। মাত্র তিন বছর বয়স থেকে তবলাবাদক হিসেবে সফর শুরু করেন জাকির হুসেন। মাত্র সাত বছর বয়সেই মঞ্চে একক অনুষ্ঠান করে তাক লাগানোর রেকর্ডও রয়েছে তাঁর। ভূষিত হয়েছেন পদ্ম সম্মানেও।