সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ সেপ্টেম্বর, শুক্রবার সুরালোকে পাড়ি দিয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর মৃত্যু সঙ্গীতজগতে এক অপূরণীয় ক্ষতি। অসমের ভূমিপুত্র জুবিনের ঝুলিতে ছিল অসমিয়া, বাংলা, হিন্দি ছাড়াও বিভিন্ন উপজাতির ভাষায় প্রায় ৪০হাজারের বেশি গান। সিঙ্গাপুরে চতুর্থ নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েই জীবনাবসান হয় শিল্পীর। ইতিমধ্যেই অসমে পৌঁছেছে তাঁর নশ্বর দেহ। সেখানেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। আর এসবের মধ্যেই গায়কের মৃত্যুর পর কাতর আর্তি জানালেন তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ।
গায়কের মৃত্যুর পর তাঁর বহুদিনের ছায়াসঙ্গী তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহান্তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়। এই নিয়েই এদিন প্রয়াত গায়কের স্ত্রী হাত জোড় করে কাতর আর্তি জানান। তিনি বলেন, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থের বিরুদ্ধে হওয়া এফআইআর দয়া করে তুলে নেওয়ার অনুরোধ করেন। এমনকি এদিন জুবিনের শেষকৃত্যে সিদ্ধার্থকে উপস্থিত থাকার অনুমতিও দিয়েছেন গরিমা। একইসঙ্গে গরিমা আরও জানিয়েছেন, দীর্ঘদিনের সম্পর্ক জুবিন-সিদ্ধার্থের। সবসময় জুবিনের পাশে থেকেছে সে। তাই তাঁকে নিয়ে কোনও বিতর্কিত ও নেতিবাচক মন্তব্য করা থেকে সকলকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন জুবিন-জায়া গরিমা। বলেছেন, "ওকে আমার ভীষণ দরকার।"
গত শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় খ্যাতনামা গায়ক, অসমের ভূমিপুত্র বছর বাহান্নর জুবিন গর্গের। খবর দাবানলের গতিতে ছড়িয়ে পড়তেই নিমেষে শোকের ছায়া নেমে আসে সঙ্গীত জগতে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শোকসংবাদ পাওয়ার পর সে রাজ্যে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। গায়কের মৃত্যু ঠিক কী কারণে, তা নিয়ে বিস্তারিত তদন্ত চেয়েছেন। ভূমিপুত্রের শেষযাত্রার সূচিও স্থির করে দেন তিনি। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে দিল্লি বিমানবন্দরে জুবিনের দেহ পৌঁছনোর পর সেখানেই শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপর রবিবার ভোরে গুয়াহাটি বিমানবন্দর থেকে দেহ পৌঁছয় অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য দেহ রাখা হয়েছে। সকাল ৯টা থেকে তা শুরু হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে শ্রদ্ধা অর্পণ। তারপর শেষকৃত্য। চিরবিদায় নেবেন গায়ক, রেখে যাবেন অঢেল গানের ডালি।
