shono
Advertisement

Breaking News

বিমানবন্দরে অনুপ্রবেশ রুখতে ‘ড্রোনরোধী’সিস্টেম তৈরির সিদ্ধান্ত কেন্দ্রের

নিরাপত্তার লৌহবেষ্টনীতে ঢাকছে বিমানবন্দর। The post বিমানবন্দরে অনুপ্রবেশ রুখতে ‘ড্রোনরোধী’ সিস্টেম তৈরির সিদ্ধান্ত কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:40 PM Oct 12, 2018Updated: 04:40 PM Oct 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছরে একাধিকবার দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ আশপাশে উড়তে দেখা গিয়েছে মানববিহীন যান বা ড্রোনকে৷ যা চিন্তার ভাঁজ ফেলেছে বিমানবন্দরগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর কপালে৷ এমত পরিস্থিতিতে, এয়ারপোর্টগুলির নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়েছে কেন্দ্র৷ সূত্রের খবর, অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত ‘ইন্টিগ্রেটেড কাউন্টার ড্রোন ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রতিটি বিমানবন্দরে বসানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি৷

Advertisement

[পুজোয় সরকারি অনুদান মামলায় সুপ্রিম কোর্টেও জয় রাজ্যের]

জানা গিয়েছে, ইজরায়েল, ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন মুলুকের বিমানবন্দরগুলিতে সাধারণত এই উন্নত প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে৷ যা, বিমানবন্দরগুলির আশপাশে নির্দিষ্ট সীমানার মধ্যে ড্রোনজাতীয় কোনও যানের প্রবেশকে প্রতিরোধ করে৷ কেমন ভাবে কাজ করবে এই সিস্টেম? বিশেষজ্ঞরা জানাচ্ছে, অ্যান্টি-ইউএভি সিস্টেম দ্বারা প্রথমে মানববিহীন যানগুলিকে চিহ্নিত করে এই সিস্টেম৷ এরপর সেই যানের গতিপথকে চিহ্নিত করে এবং অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা একে অকেজো করে দিতে পারে এটি৷ এই সিস্টেমের দ্বারা ছোট বড় যেকোনও সাইজের ড্রোনকে নষ্ট করা যায় বলে জানা গিয়েছে৷

[টেক অফের আগেই পাঁচিলে ধাক্কা বিমানের, অল্পের জন্য রক্ষা ১৩৬ যাত্রীর]

টেক বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্বয়ংক্রিয় এই সিস্টেমে রয়েছে লং-রেঞ্জ ব়্যাডার সারভেইলেন্স, রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার, দিন ও রাতে কাজ করতে পারবে এমন অত্যাধুনিক ক্যামেরা, টার্গেট ট্র্যাকিং ও ইউএভি সিস্টেম৷ এই সমস্ত কিছুর সাহায্যে বহু কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেকোনও ড্রোনের উপস্থিতি চিহ্নিত করতে সক্ষম ‘ইন্টিগ্রেটেড কাউন্টার ড্রোন ম্যানেজমেন্ট সিস্টেম’টি৷ এই বিষয়ে মুখ খুলেছেন সিআইএসএফ-এর ডিজি রাজেশ রঞ্জন৷ তিনি বলেন, ”এই সিস্টেম বিমানবন্দরের আশপাশে কোনও ড্রোন দেখতে পেলে কেবল তাকেই চিহ্নিত করতে পারবে না৷ পাশাপাশি ওই ড্রোনটি কোনও দেশের, কোনও সংস্থা তৈরি করেছে তাও চিহ্নিত করতে পারবে৷ প্রয়োজনে কোনও মানুষের সাহায্য ছাড়াই সেটিকে গুলি করে নীচে নামাতে পারবে৷” তবে এই সিস্টেম কোনও ভাবেই অন্যান্য উড়ানের যাতাযাতে বাধার সৃষ্টি করবে না বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷

The post বিমানবন্দরে অনুপ্রবেশ রুখতে ‘ড্রোনরোধী’ সিস্টেম তৈরির সিদ্ধান্ত কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement