shono
Advertisement

ডেঙ্গু মোকাবিলায় ৪ পুরসভাকে ‘রেড অ্যালার্ট’ স্বাস্থ্য দপ্তরের

চিহ্নিত আরও সাত পুরসভা৷ The post ডেঙ্গু মোকাবিলায় ৪ পুরসভাকে ‘রেড অ্যালার্ট’ স্বাস্থ্য দপ্তরের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:30 PM Aug 10, 2018Updated: 05:00 PM Aug 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষা নামতেই রাজ্যে ফে্র ডেঙ্গু আতঙ্ক৷ কলকাতা লাগোয়া চারটি পুরসভাকে সতর্ক করল স্বাস্থ্য দপ্তর৷ ডেঙ্গু দমনে অবিলম্বে পুরসভাগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি দেওয়া হয়েছে৷

Advertisement

বর্ষা নামতেই শহর ও শহরতলির বেশ কিছু পুর এলাকায় ডেঙ্গু ও জ্বরের প্রকোপ দেখা দিয়েছে৷ ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফে চারটি পুরসভাকে ‘চরম সতর্ক’ করল স্বাস্থ্য দপ্তর৷ জারি রেড অ্যালার্ট৷ বাকি চারটি পুরসভাকে ‘উদ্বেগজনক’ বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য দপ্তর৷ যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পানিহাটি, ভাটপাড়া, কামারহাটি, উত্তর দমদম, বারাকপুর, অশোকনগর, বরানগর পুরসভাকে ৷ রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শুক্রবার সাতটি পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷

[বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণের খসড়া জমা নবান্নে]

পুর দপ্তরের মতে, ডেঙ্গু থেকে সর্তক থাকার জন্য প্রতিটি পুরসভাকেই অনেক আগে থেকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল।  বার বার সতর্ক করা হয়েছে৷ কিছু পুরসভা ব্যবস্থা নিয়েওছে৷ কিন্তু, কয়েকটি পুরসভা সতর্ক হয়নি৷ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে সংশ্লিষ্ট পুরসভাগুলির বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর  ব্যবস্থা নেবে বলে  জানা গিয়েছে৷ এদিকে ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন একজন।  মৃতের নাম কাসের আলি মোল্লা। বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়ায়। 

[অসমের নাগরিকপঞ্জি ইস্যুতে রাজ্যজুড়ে ধিক্কার দিবসের ডাক তৃণমূলের]

এর আগে বেলেঘাটা, বাগুইআটি ও মানিকতলায় ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গিয়েছে৷ গত দুই সপ্তাহে জ্বর ও গায়ের ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে ৯ জন ভরতি হয়েছেন। প্রত্যেকের রক্তেই প্লেটলেটের মাত্রা অনেকটাই কম ছিল বলে খবর। তবে শুধু বেলেঘাটা আইডি হাসপাতালেই নয়, শহরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু উপসর্গ নিয়ে রোগীরা ভরতি হয়েছিলেন বলে জানা গিয়েছে। গত বছর বর্ষাশেষে গোটা রাজ্যে ভয়াল আকার ধারণ করেছিল ডেঙ্গু। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন প্রায় ১৪ হাজার মানুষ। কলকাতা-সহ একাধিক শহরে মারা গিয়েছিলেন অনেকেই। বাদ যায়নি গ্রামাঞ্চলও। ফলে, ডেঙ্গুর প্রকোপ রুখতে সাত পুরসভাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলে্ন ফিরহাদ হামিক৷

The post ডেঙ্গু মোকাবিলায় ৪ পুরসভাকে ‘রেড অ্যালার্ট’ স্বাস্থ্য দপ্তরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement