সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখেও অব্যাহত রাজনৈতিক সংঘর্ষ। শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার রাজাপুর। অভিযোগ, বুধবার রাতে রাজাপুরে তৃণমূলের প্রচার সভায় ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় রাজাপুর থানার পুলিশ। নামানো হয় ব়্যাফ। ইতিমধ্যেই অভিযুক্ত এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও তৃণমূলের অভিযোগ ভিত্তিহীণ দাবি বিজেপির।
[আরও পড়ুন: আগামিকাল ১১৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ফণী, জারি সতর্কতা]
চার দফা শেষ। এখনও বাকি আরও তিন দফা নির্বাচন। ভোটের আবহে বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন এলাকা। কোথাও শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের সদস্যরা। কোথাও আবার আক্রমণের শিকার খোদ শাসকদলের কর্মীরাই। এবার ঘটনাস্থল হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুরের নয়াচক এলাকা। সূত্রের খবর, বুধবার রাতে হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে ওই এলাকায় একটি প্রচার সভার আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, সভা শুরুর আগেই সেখানে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেখানে ব্যাপক ভাঙচুর চালায় অভিযুক্তরা। একাধিক ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ।
[আরও পড়ুন: বিষ্ণুপুরে বিশাল রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, দেখুন ভিডিও]
দু’পক্ষের তাণ্ডবে রণক্ষেত্র চেহারা নেয় রাজাপুর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় রাজাপুর থানার পুলিশ। পুলিশের সামনেই চলে সংঘর্ষ। এরপর নামানো হয় ব়্যাফ। গভীর রাতে স্বাভাবিক হয় পরিস্থিতি। সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এক বিজেপি নেতাকে। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, “তৃণমূল নিজেদের মধ্যে সংঘর্ষ করে বিজেপির দিকে অভিযোগ তুলছে। ভোটের আগে বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করতেই এসব করছে শাসকদল।” তবে বৃহস্পতিবার সকালেও থমথমে এলাকা। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
The post তৃণমূলের প্রচার সভায় ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা appeared first on Sangbad Pratidin.