shono
Advertisement
Sheikh Hasina

ইউনুসের বাংলাদেশে প্রত্যাবর্তনের হুঙ্কার হাসিনার! সোশাল মিডিয়ায় বললেন, 'আসতেছি...'

অত্যাচারীদের 'বিচার' করতে ফিরবেন, সোমবার একঘণ্টারও বেশি সময় ভারচুয়াল সভায় সেই আশ্বাসই দিলেন মুজিবকন্যা।
Published By: Sucheta SenguptaPosted: 10:15 AM Apr 08, 2025Updated: 12:47 PM Apr 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতাচ্যুত হয়েছেন, দেশছাড়া হয়েছেন, রয়েছেন বন্ধুদেশের আশ্রয়ে। তবে নেত্রীসুলভ লড়াকু মনোভাব দমেনি একটুও। ভগ্নদশা অবস্থা থেকে দলকে ফের টেনে তুলতে বারবার ভোকাল টনিক দিয়ে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের সভানেত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সোমবার দলের ভারচুয়াল সম্মেলন থেকে ফের প্রত্যাবর্তনের হুঙ্কার দিলেন তিনি। কর্মী, সমর্থকদের আশ্বস্ত করে বললেন, ''চিন্তা করবেন না। আমি আসতেছি।'' ইউনুসের বাংলাদেশে আওয়ামি লিগ নেতানেত্রীদের নানা মামলায় জড়িয়ে তাঁদের জেলবন্দি করা হয়েছে। তাতে দলীয় কর্মীদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হতেই হাসিনার হুঙ্কার, ''সব অভিযোগের বিচার হবে।''

Advertisement

দেশত্যাগের পর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একাধিক ভারচুয়াল বৈঠক, সভা করেছেন শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মহম্মদ ইউনুসের কঠোর সমালোচনা করে বাংলাদেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন। ইউনুসকে 'মানবতা বিরোধী', 'গদ্দার' বলেছেন মুজিবকন্যা। তাঁর বার্তা সোশাল মিডিয়া ছড়িয়ে পড়া মোটেই ভালোভাবে নেয়নি ইউনুস সরকার। হাসিনার মুখ বন্ধ করতে নয়াদিল্লিকেও ঠারেঠোরে কড়া বার্তা দিয়েছিল ঢাকা। তবে তাতেও দমানো যায়নি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সম্প্রতি যেভাবে আওয়ামি লিগ নেতানেত্রী এবং সর্বোপরি হাসিনার দলের সমর্থকদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে জেলবন্দির 'ছক' কষছে ইউনুস সরকার, তা নিয়ে গভীর উদ্বেগে দল। সোমবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও খুনের চেষ্টার মামলায় হাসিনাপন্থী ৮৪ জন আইনজীবীর জামিন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

এসব কথা জানাতেই সোমবার ভারচুয়াল সভার আয়োজন করেছিল আওয়ামি লিগ। সোশাল মিডিয়ার পাতায় তা সরাসরি সম্প্রচারিত হয়। সেখানে যোগ দিয়ে আওয়ামি লিগ নেত্রী হাসিনা বলেন, ''চিন্তা করবেন না। আসতেছি আমি। আল্লা সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন।'' বাংলাদেশ ফিরে দলের কর্মী, সমর্থকদের উপর হওয়া মামলার বিচার করবেন বলে আশ্বস্ত করেছেন মুজিবকন্যা। তাঁর কথায়, “যাঁরা এই জঘন্য কাজ করেছে, তাঁদের বিচার বাংলাদেশে হতেই হবে। সেটি আমরা করবই। শহিদ পরিবারদের বলব, আপনারা ধৈর্য ধরুন।” সোমবার একঘণ্টারও বেশি সময় ধরে চলে তাঁর ভাষণ। তা মন দিয়ে শোনেন আওয়ামি লিগের কর্মীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দলীয় কর্মীদের উপর 'অত্যাচার', মামলার বিচার!
  • ইউনুসের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলে প্রত্যাবর্তনের হুঙ্কার হাসিনার।
  • সোমবার ভারচুয়াল সভা থেকে বললেন, 'আমি আসতেছি, চিন্তা করবেন না।'
Advertisement