shono
Advertisement

দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র বেহালা! ব্যাপক ভাঙচুর তৃণমূলের কার্যালয়ে, চলল গুলি

এখনও থমথমে এলাকা।
Posted: 10:14 AM Apr 13, 2022Updated: 03:38 PM Apr 13, 2022

অর্ণব আইচ: চড়ক মেলার দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। রণক্ষেত্রের চেহারা নিল বেহালা (Behala)। চলল গুলি। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গেলেও বিশেষ লাভ হয়নি। তাঁদের সামনেও চলে সংঘর্ষ। ঘটনার পর বেশ কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও এখনও থমথমে বেহালার চড়কতলা।

Advertisement

জানা গিয়েছে, প্রতিবছর পয়লা বৈশাখের আগে চড়কের মেলা হয় বেহালায়। সেই মেলা নিয়েই অশান্তির সূত্রপাত। অভিযোগ, মঙ্গলবার রাতে বেহালা ১২১ নম্বর ওয়ার্ড এর চড়ক তলায় তাণ্ডব শুরু করে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা। ব্যাপক ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়। বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালানো হয়। চলে ইট বৃষ্টি। পরপর সাত রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আধিকারিকদের সামনেও চলে ভাঙচুর ও গুলি। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। আহত হন দু’জন। দীর্ঘক্ষণ পর শান্ত হয়েছে এলাকা।

[আরও পড়ুন: বিধাননগর পুলিশ কমিশনারের নাম ভাঁড়িয়ে প্রতারণা, লক্ষাধিক টাকা হাতিয়ে শ্রীঘরে ২]

রাত পেরলেও এখনও বেহালাবাসীর মনে আতঙ্ক জাঁকিয়ে বসে রয়েছে। সকালে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে গুলির খোল। নতুন করে এলাকায় উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে, তাই ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী,  এই অশান্তির ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তৃণমূলের তরফে দেবাশিস কুমার বলেন, “এখনও আমি বিষয়টা ভাল করে জানি না। তবে খোঁজ নিয়ে দেখব। যতটুকু জানি অভিযুক্তরা কেউ দলের কেউ নয়।” পাশাপাশি পুলিশ তদন্ত করবে বলেও জানিয়েছেন তিনি। 

[আরও পড়ুন: উপনির্বাচনে হারের ভয়? ১৬ এপ্রিল রাজ্যে আসছেন না অমিত শাহ, জানিয়ে দিলেন সুকান্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement