shono
Advertisement

Breaking News

Bardhaman

পরীক্ষায় বসতে দেয়নি স্কুল, হতাশায় 'আত্মঘাতী' দশম শ্রেণির পড়ুয়া

পরীক্ষায় বসার জন্য প্রয়োজনীয় উপস্থিতি তাঁর নেই।
Posted: 02:19 PM Apr 02, 2024Updated: 02:20 PM Apr 02, 2024

অর্ক দে, বর্ধমান: হাত ভেঙে যাওয়ায় বেশ কয়েক দিন স্কুলে আসতে পারেনি কিশোর। তাই তাকে পরীক্ষায় বসতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। সেই হতাশায় 'আত্মহত্যা' করল এক স্কুল পড়ুয়া। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বর্ধমানের শক্তিগড়ে। এই ঘটনার পর থেকে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি পলাতক বলেই সূত্রের খবর।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শক্তিগড়ের বাসিন্দা ওসমান গণি চৌধুরি। বয়স ১৫ বছর। সফগড় হাসমিন হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র। আগামী বছর মাধ্যমিক দেওয়ার কথা। দিন কয়েক আগে তার হাত ভাঙে। ফলে স্কুল যেতে পারছিল না সে। সোমবার থেকে স্কুলে ইউনিট স্টেট শুরু হয়। স্বাভাবিকভাবেই সে পরীক্ষা দিতে গিয়েছিল।

[আরও পড়ুন: কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির তৎপরতায় কংগ্রেসের ‘হাত’! বিস্ফোরক বিজয়ন]

স্কুল ও পরিবার সূত্রের দাবি, ওসমানকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। বলা হয়েছিল, পরীক্ষায় বসার জন্য প্রয়োজনীয় উপস্থিতি তার নেই। স্কুল থেকে বাড়ি ফিরে নিজের ঘরে দরজা বন্ধ করে দিয়েছিল ওসমান। দুপুরে খাবার খেতে ডাকা হয় তাকে। কিন্তু সে ঘর থেকে বের হয়নি। ঘরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছে ওসমান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিকে স্কুলের প্রধান শিক্ষকের হদিশ মিলছে না।

[আরও পড়ুন: ‘সহ্যের সীমা ছাড়িয়েছেন’, নিঃশর্ত ক্ষমা চেয়েও সুপ্রিম ভর্ৎসনার মুখে রামদেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাত ভেঙে যাওয়ায় বেশ কয়েক দিন স্কুলে আসতে পারেনি কিশোর।
  • তাকে পরীক্ষায় বসতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ।
  • সেই হতাশায় আত্মহত্যা করলে এক স্কুল পড়ুয়া
Advertisement