সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি টুর্নামেন্টে লাগাতার ব্যর্থ ভারত। সেই ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষবারের মতো এসেছিল দেশে। তারপর থেকে আইসিসি ট্রফি আর ঘরে আনতে পারেনি টিম ইন্ডিয়া।
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েড (Clive Llyod) অবশ্য মনে করেন আইপিএল-এর জন্যই আইসিসি ট্রফি খরা কাটবে ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের হারের জন্য অনেকেই আইপিএল-কে দায়ী করেছেন। ক্লাইভ লয়েড কিন্তু বিশ্বাস করেন, মেগা টুর্নামেন্টের জন্যই ভারত চ্যাম্পিয়ন হবে আইসিসি-র কোনও টুর্নামেন্টে।
[আরও পড়ুন: ‘সারা রাত পার্টি করে পরের দিন ২৫০ করেছিল কোহলি’, বিরাট বন্দনায় ইশান্ত]
২০১৩ সালের পরে টিম ইন্ডিয়া চারবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দু’ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। চার বার সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে।
লয়েড অবশ্য মনে করেন, ট্রফি খরা কাটানোর মতো দল রয়েছে ভারতের। ভারতীয় দল আইসিসি ট্রফি জিততেই পারে।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক বলছেন, “আইপিএলের জন্যই ভারত বারংবার আইসিসি ফাইনালের কাছাকাছি পৌঁছেছে। প্রায় নিয়ম করে সেমিফাইনালে এবং ফাইনালে পৌঁছেছে। একাধিকবার ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে ভারত। আমার মতে, ভারতীয় দলের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। কারণ আইপিএল। পঞ্চাশ ওভারের ক্রিকেটের জন্য ভারতের দল যথেষ্ট শক্তিশালী। দুর্দান্ত টেস্ট দল ভারতের। বড় কোনও টুর্নামেন্ট জেতা কেবল সময়ের অপেক্ষা। আমি নিশ্চিত আগামিদিনে ভারত ভাল ফল করবে।”
টেস্ট ফাইনালের পর ভারত ফের নামছে ১২ জুলাই। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারত দুটো টেস্ট ম্যাচ খেলবে। তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শুরু হচ্ছে এভাবেই। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু হবে ভারতের।