shono
Advertisement

বিজেপি বয়কট করলেও ‘ছপাক’-এ দরাজ কংগ্রেস, মধ্যপ্রদেশে করমুক্ত দীপিকার ছবি

ডেরেকের পর দীপিকার পাশে বর্ষীয়ান কং নেতা তথা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। The post বিজেপি বয়কট করলেও ‘ছপাক’-এ দরাজ কংগ্রেস, মধ্যপ্রদেশে করমুক্ত দীপিকার ছবি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:27 PM Jan 09, 2020Updated: 07:27 PM Jan 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকার জেএনইউ যাত্রা নিয়ে উত্তাল গোটা দেশ। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঐশী ঘোষের পাশে দাঁড়ানোর জেরে বিতর্কের শিকার হয়েছেন অভিনেত্রী। তাঁর ছবি ‘ছপাক’  বয়কটের ডাক দিয়েছেন বিজেপি নেতারা। বিজেপি নেতা তেজিন্দ্র পাল সিং বগ্গা টুইটারে দীপিকা এবং তাঁর ছবিকে বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন। এমন পরিস্থিতির মাঝেই মধ্যপ্রদেশে করমুক্ত করা হল দীপিকা পাড়ুকোনের ছবি ‘ছপাক’। টুইটারে ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ স্বয়ং।

Advertisement

আগামিকাল অর্থাৎ শুক্রবার, ১০ জানুয়ারি গোটা দেশে মুক্তি পাচ্ছে ‘ছপাক’। ঠিক তার আগের দিনই কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ টুইটারে ঘোষণা করেন, “অ্যাসিড আক্রান্ত যোদ্ধার জীবনকাহিনি অবলম্বনে তৈরি দীপিকা পাড়ুকোনের ছবি ‘ছপাক’ গোটা দেশে জানুয়ারির ১০ তারিখে মুক্তি পাচ্ছে। আমি এই ছবিকে মধ্যপ্রদেশে করমুক্ত ঘোষণা করলাম।” পাশাপাশি কমল নাথ এও উল্লেখ করেছেন যে, “এই ছবি মেয়েদের এগিয়ে যাওয়ার বার্তা দেয়। নারীসংগ্রামের কথা বলে। সমাজের প্রচলিত চিন্তাধারাকে বদলে দেওয়ার ইতিবাচক বার্তা দেয়। তাই ‘ছপাক’কে মধ্যপ্রদেশে করমুক্ত করা হয়েছে।”

[আরও পড়ুন: ‘সরকার কী করছে, প্রশ্ন না তুলে নিজেদের দেখুন’, CAA নিয়ে ভিন্ন সুর জুহির গলায় ]

প্রসঙ্গত, বিজেপি সমর্থকরা যখন ‘ছপাক’-এর টিকিট বাতিল করার স্ক্রিনশট দিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর ছপাক-বিরোধী প্রচার চালাচ্ছেন, তখন দীপিকার সমর্থনে নিজের গ্যাঁটের কড়ি খরচ করে দলীয় কর্মীদের ছবির টিকিট কেটে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এবার মুক্তির ১ দিন আগেই দীপিকার পাশে দাঁড়িয়ে ‘ছপাক’কে মধ্যপ্রদেশে করমুক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কং নেতা কমল নাথ। বলিউডের পাশাপাশি রাজনৈতিক মহলেও যে দীপিকা JNU-তে পা রেখে চাপানউতোরের সৃষ্টি করেছে তা বলাই বাহুল্য। কমল নাথের সিদ্ধান্তে খুশি দীপিকার অনুরাগীরা। টুইটারে এখন ‘#FightBackJNU’ ও ‘#IStandwithDeepika’ ট্রেন্ডিং।  

মঙ্গলবার দীপিকা দিল্লিতে ‘ছপাক’-এর প্রচার সেরে JNU-তে গিয়েছিলেন। সবরমতী হস্টেলের টি পয়েন্টে, ঠিক যেখানে মুখ ঢাকা দুষ্কৃতীদের হাতে আক্রমণের শিকার হয়েছিলেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ, সেখানে গিয়েই আক্রান্ত ঐশীর পাশে দাঁড়িয়েছেন দীপিকা। করজোড়ে বঙ্গকন্যার কাছে গিয়ে কথা বলেছেন। মুগ্ধভাবে শুনেছেন কানহাইয়া কুমারের বক্তৃতাও। যার দরুন JNU-তে পা রাখার কিছুক্ষণের মধ্যেই বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বগ্গা দীপিকা পাড়ুকোনের সব ছবি বয়কটের ডাক দিয়ে ফেলেছেন। টুইটারেও ট্রেন্ড হয়েছে দীপিকার ছবিকে বয়কটের হ্যাশট্যাগ। তবে বলিউডের একাংশ অভিনেত্রীর সমর্থনে মুখ খুলেছেন।

[আরও পড়ুন: JNU-তে স্লোগান দিচ্ছেন কানহাইয়া, মুগ্ধ নয়নে দেখলেন দীপিকা ]

 

The post বিজেপি বয়কট করলেও ‘ছপাক’-এ দরাজ কংগ্রেস, মধ্যপ্রদেশে করমুক্ত দীপিকার ছবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement