shono
Advertisement

‘পাওনা আদায়ে দিল্লি যাচ্ছি’, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ The post ‘পাওনা আদায়ে দিল্লি যাচ্ছি’, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:45 PM Sep 17, 2019Updated: 02:45 PM Sep 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘কেন্দ্রের কাছে কিছু টাকা পাওনা রয়েছে, তা আনতেই দিল্লি যাচ্ছি৷’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে নয়াদিল্লি রওনা দেওয়ার আগে, মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

[ আরও পড়ুন: বউবাজার বিপর্যয়ের জের, মেট্রোর সুড়ঙ্গ তৈরির কাজে স্থগিতাদেশ হাই কোর্টের ]

মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৬৯তম জন্মদিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী৷ এরপর দিল্এলি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, অনেকদিন ধরেই কেন্দ্রের কাছে রাজ্যের অনেক বরাদ্দ আটকে রয়েছে৷ সেই টাকা আনতেই দিল্লি যাত্রা৷ এছাড়া, প্রথম থেকেই ব্যাংকগুলির সংযুক্তিকরণের বিরোধিতা করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিএসএনএল ও এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলি আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়ায় এবং কর্মীরা মাইনে না পাওয়ায়, কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি৷ এই পরিস্থিতিতে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উক্ত বিষয়গুলি আলোচিত হতে পারে বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

নবান্ন সূত্রে খবর, রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ-সহ একাধিক দাবিতে কয়েকদিন আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী৷ সেই চিঠির বিষয়ে আলোচনা করতে সরাসরি দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীর মার্কিন সফর থাকায় প্রথমে এই সাক্ষাৎ নিয়ে ধোঁয়াশা থাকলেও, পরে বুধবার বিকেল সাড়ে চারটেতে সাক্ষাতের সময় দেওয়া হয় প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে৷

[ আরও পড়ুন: ফের ধাক্কা রাজীব কুমারের, আগাম জামিনের আবেদন ফেরাল বারাসত আদালত ]

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এবারের দিল্লি সফরে একাধিক রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে৷ রাজধানীতে বিজেপিবিরোধী দলগুলির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি৷ কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর যে ভূমিকা রয়েছে, তা আরও একবার ঝালিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সমস্ত কর্মসূচি শেষ করে আগামী ২০ সেপ্টেম্বর রাজ্যে ফিরবেন মুখ্যমন্ত্রী৷ দেড় বছর আগে বিশ্বভারতীয় সমাবর্তনে শেষবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এর মধ্যে লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি৷ দ্বিতীয় মোদি সরকার গঠনের পর নীতি আয়োগের বৈঠকেও গরহাজির থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একুশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যে সম্মুখসমরে তৃণমূল-বিজেপি৷ এই পরিস্থিতিতে মোদি-মমতা বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

The post ‘পাওনা আদায়ে দিল্লি যাচ্ছি’, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার