shono
Advertisement

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুতে জল জমেছে, আজই এসএসকেএমে অস্ত্রোপচারের সম্ভাবনা

অস্ত্রোপচারের আগে সিটি স্ক্যান হল মুখ্যমন্ত্রীর।
Posted: 02:07 PM Jul 06, 2023Updated: 06:17 PM Jul 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে। আজই এসএসকেএম (SSKM)হাসপাতালে ছোট সার্জারি বা অপারেশন হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জানা গিয়েছে, হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও পেন ম্যানেজমেন্ট বিভাগের ডাক্তার রাজেশ প্রামাণিক ও চিকিৎসকদলের অধীনে অপারেশন হওয়ার কথা। তবে তার আগে সিটি স্ক্য়ান করে দেখা হবে, এই মুহূর্তে তাঁর হাঁটু এবং কোমরের চোটের কী পরিস্থিতি।  অন্যান্য রোগীদের চিকিৎসা যাতে ব্যাহত না হয়, তার জন্য উডবার্ন ওয়ার্ডে না গিয়ে হাসপাতালে ঢুকেই ডানদিকের এক ইউসিএম বিল্ডিংয়েই সিটি স্ক্যান করিয়ে নেন মুখ্যমন্ত্রী। অস্ত্রোপচারের (Operation) পর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে রাখা হবে নাকি ছেড়ে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত এখনও হয়নি। 

Advertisement

গত সপ্তাহে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচার সেরে হেলিকপ্টারে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপ্টার প্রবলভাবে দুলতে থাকায় সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়। তাতেই কোমরে, হাঁটুতে চোট পান তৃণমূল সুপ্রিমো।কলকাতায় নেমে এসএসকেএমে যান  প্রাথমিক চিকিৎসার জন্য। তাঁকে ভরতি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তিনি বাড়িতেই চিকিৎসা করাতে চেয়ে হাসপাতাল থেকে ফিরে আসেন। এরপর বাড়িতেই ফিজিওথেরাপি চলছিল।

[আরও পড়ুন: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব ‘বিজেপি কর্মী’র, পা ধুইয়ে ক্ষমা চাইলেন খোদ মুখ্যমন্ত্রী]

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুতে জল জমায় অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বলে জানা গিয়েছিল। যাকে  ডাক্তারি পরিভাষায় বলে ‘অর্থোস্কোপিক ইন্টারভেনশন’। চিকিৎসকরাও সেই পরামর্শ দিয়েছিলেন। সেইমতো বৃহস্পতিবার সেই ‘প্রসিডিওর’ হতে চলেছে। ফিজিওথেরাপির পর তাঁর আঘাত কতটা কমল কিংবা এই মুহূর্তে তার কী পরিস্থিতি, অপারেশনের আগে তা দেখে নেওয়া হবে। সেই কারণে এদিন হাসপাতালে পৌঁছেই সিটি স্ক্যান (CT Scan) করিয়ে নেন মুখ্যমন্ত্রী। এছাড়া তাঁর সি আর মেশিন, ডায়া থার্মি, অর্থোস্কোপি, ইউএসজিও করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এই সিটি স্ক্যানের রিপোর্টে তাঁর হাড়ের স্থিতিস্থাপকতা বোঝা যাবে। এছাড়া ঠিক কোন অংশে জল জমেছে, তাও স্পষ্ট হবে। সেইমতো অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে সন্তোষজনকই মনে করছেন চিকিৎসকরা।

[আরও পড়ুন: ‘এত হত্যার দায় কার, রাজ্য নির্বাচন কমিশনার হাত তুলবেন?’, রাজীব সিনহাকে তীব্র ভর্ৎসনা রাজ্যপালের]

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার বিষয়টি নিজে নজরে রাখছেন এসএসকেএমের অধিকর্তা ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায়। এছাড়া  ফিজিক্যাল মেডিসিন ও পেন ম্যানেজমেন্ট, রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার রাজেশ প্রামাণিক ও রেডিওলজি বিভাগের প্রধান ডাক্তার অর্চনা সিং রয়েছেন অপারেশনের নেতৃত্বে। এই ধরনের অস্ত্রোপচারে সময় লাগে মাত্র ৫ থেকে ১০ মিনিট। তবে তারপর রোগীকে টানটান হয়ে শুয়ে বিশ্রাম নিতে হয়। এখন সেইমতো মুখ্যমন্ত্রীকে হাসপাতালে রাখা হবে নাকি ছেড়ে দেওয়া হবে, তা ঠিক করবে বিশেষজ্ঞ বোর্ড। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement