shono
Advertisement
CM Mamata Banerjee

কন্যাশ্রী-রূপশ্রীকে ইউনিসেফের স্বীকৃতিতে আপ্লুত মুখ্যমন্ত্রী

সিআইআই 'ইমপ‌্যাক্ট ইস্ট, ২০২৪ কনক্লেভ' অনুষ্ঠান এসে দুই প্রকল্পের প্রশংসা করেন চিফ ফিল্ড অফিসার মঞ্জুর হোসেন।
Published By: Subhankar PatraPosted: 11:29 AM Sep 22, 2024Updated: 05:34 PM Sep 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব দরবারে ফের প্রশংসিত বাংলার সামাজিক প্রকল্প। রূপসী ও কন্যাশ্রীর প্রশংসা করেছে রাষ্ট্রসংঘ অংশ ইউনিসেফ। এতে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ' পশ্চিমবঙ্গ সরকার সামাজিক প্রকল্পে ফের ইউনিসেফের থেকে প্রশংসা পেয়েছে। একথা জানাতে পেরে আমি আনন্দিত।'

Advertisement

সম্প্রতি বণিকসভা সিআইআই 'ইমপ‌্যাক্ট ইস্ট, ২০২৪ কনক্লেভ' নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে উপস্থিত ছিলেন ইউনিসেফের চিফ ফিল্ড অফিসার মঞ্জুর হোসেন। তিনি সামাজিক উন্নয়নে কন‌্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের উজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। পাশাপাশি, শিশুবান্ধব সমাজ তৈরির জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জুটি বেঁধে সরকারি প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। সমাজসেবামূলক কাজে সিএসআর ফান্ডের ব্যবহার নিয়েও প্রশংসা তাঁর মুখে শোনা যায়।

সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, 'ইমপ‌্যাক্ট ইস্ট, ২০২৪ কনক্লেভ' ইউনিসেফের কর্তারা জানান কন্যাশ্রী ও রূপসীর মতো প্রকল্প রাজ্যের সামাজিক উন্নতির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমাদের সামাজিক প্রকল্পগুলো ক্রমাগত আর্ন্তজাতিক স্তরের প্রংশসা পাচ্ছে। সেই কথা জানাতে অন্ত্যত গর্ববোধ করছি।' 

 

কিছুদিন আগে কন‌্যাশ্রী দিবসের অনুষ্ঠানেও ইউনিসেফের প্রশংসা পেয়েছিল রাজ্যের একাধিক সামাজিক প্রকল্প। এমনকী কন্যাশ্রীর মতো মেয়েদের স্বনির্ভর করার প্রকল্প শুধু ভারত নয়, সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে বলেও জানিয়েছিল ইউনিসেফ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্ব দরবারে ফের প্রশংসিত বাংলার সামাজিক প্রকল্প।
  • রূপসী ও কন্যাশ্রীর প্রশংসা করেছে রাষ্ট্রসংঘের অংশ ইউনিসেফ।
  • তার পরই আপ্লুত  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement